স্থানীয় সংবাদ

নৌকায় এদেশের উন্নয়নের একমাত্র হাতিয়ার

৩০নং ওয়ার্ডের জনসভায় সেখ জুয়েল এমপি

স্টাফ রিপোর্টার ঃ খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, আওয়ামী লীগের একটাই লক্ষ্য ক্ষমতা হবে জনগণের কল্যাণ সাধন করার জন্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পথ চলায় আজকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেয়েছি। যা বাস্তবায়ন হবে ২০২৬ সাল থেকে। জাতির পিতার আদর্শ নিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে এই বাংলাদেশ আর পেছনে ফিরে তাকাবে না। তিনি বলেন, নৌকা দেবে উন্নয়ন, নৌকায় দেবে সব। কাজেই নৌকা মার্কা ছাড়া আমাদের কোনো উপায় নেই। নৌকায় ভোট দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। এই নৌকা পরপর তিনবার একটানা ক্ষমতায় আছে বলেই আজকে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে, প্রতিটি ঘর আজ আলোকিত করে দিয়েছি। এই নৌকায় ভোট দিয়েছে বলেই কোনো মানুষ গৃহহীন, ভূমিহীন থাকবে না। নৌকায় এদেশের উন্নয়নের একমাত্র হাতিয়ার। কাজেই নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনা এবং আমাদের সেবা করার সুযোগ দিন।
রবিবার সন্ধ্যায় নগরীর ৩০নং ওয়ার্ডে আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি’র কনিষ্ঠ পুত্র শেখ ফারজান নাসের, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিাযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, রফিকুর রহমান রিপন, কাউন্সিলর আলী আকবর টিপু, মো. মফিদুল ইসলাম টুটুল, কাউন্সিলর মোজাফফর রশিদী রেজা। প্রধান বক্তা ছিলেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, এ্যাড. একেএম শাহজাহান কচি, মো. শিহাব উদ্দিন ও মীর বরকত আলী। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জোবায়ের আহমেদ খান জবা। ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এ্যাড. ফারুক হোসেন শেখের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন বাচ্চু, এস এম খালেদীন রশিদী সুকর্ণ, কাজী শামিম আহসান, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, মো. তরিকুল আলম খান, কাজী জাহিদ হোসেন, এ্যাড. তারিক মাহমুদ তারা, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, শেখ মো. আবু হানিফ, সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এস এম আসাদুজ্জামান রাসেল, এ্যাড. শামীম আহমেদ পলাশ, শেখ নজিবুল ইসলাম নজিব, শিউলি বিশ্বাস, নুরে আলম সিদ্দিকী লিটন, শাকিল মালিক, কাদের খান বাপ্পি, ফয়সাল আহমেদ পপা, সাবেক ছাত্রনেতা শেখ দৌলতানা কালা, রিংকু সরকার, পাপ্পু সরকার, শাহরিয়ার বাবু, ঝুনু সরকার, ইসমাইল হোসেন সুজন, ইবনুল হাসানসহ সেন্টার কমিটি এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিশিষ্ট ব্যবসায়ী তৌহিদুল ইসলাম আজাদের মাতা ও আওয়ামী লীগ জিয়াউল ইসলাম মন্টুর ভাইসহ ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মো. রফিকুল ইসলাম।
এর আগে তিনি সকালে নগরীর ১৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ শেখ, এ্যাড. সরদার আনিছুর রহমান পপলু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, তসলিম আহমেদ আশা, মো. তরিকুল ইসলাম খান, কাজী জাহিদ হোসেন, আব্দুর রশিদ, মুন্সি মোত্তালিব মিয়া, কাউন্সিলর জাকির হোসেন বিপ্লব, নুর জাহান রুমি, এ্যাড. আল আমিন উকিলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button