দৌলতপুর সরকারি মুহসিন স্কুলে বই উৎসব

স্টাফ রিপোর্টার ঃ সারাদেশের মতো নগরীর সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার (১ জানুয়ারী) বই উৎসব পালিত হয়েছে, এসময় শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিনই নতুন বই তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শহীদুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনার অঞ্চল খুলনার পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ। বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনার অঞ্চল খুলনার উপ-পরিচালক খো. রুহুল আমীন, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার (খানজাহান আলী) খুলনার মোছা. রুমানাই ইয়াসমিন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ও মুহসীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শেখ মফিজুর রহমান হিরু, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার মো. আশিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক কানাই লাল বসাক, আশীষ কুমার সরকার, ফিরোজা খানম, উম্মে হাসরাত শারমিন হাসি, মাসুম বিল্লাহ, শাহানাজ মাহমুদ, রীতেশ বিশ্বাস, মো. মাহিন উদ্দিন, আনোয়ার হোসেন, জিনিয়া শারমিন, আব্দুল মজিদসহ কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।