জননেত্রী শেখ হাসিনা এদেশের দুখী ও সাধারণ মানুষের মুখে হাসি ফুটাতেই দিনে ১৯ ঘন্টা কাজ করেন

৩২নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় এস এম কামাল
স্টাফ রিপোর্টার ঃ দ্বাদশ জাতীয় সংসদ উপলক্ষে দৌলতপুর থানার ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী জনসভা আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান মোড়ল।সঞ্চালনায় ছিলেন ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর মোড়ল। প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ খুলনা ৩ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। নৌকার মাঝি এস এম কামাল বলেন, জননেত্রী শেখ হাসিনা এদেশের দুখী ও সাধারণ মানুষের মুখে হাসি ফুটাতেই দিনে ১৯ ঘন্টা পরিশ্রম করেন। তাই দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় কথা চিন্তা করে এক কোটি পরিবারকে টিসিবি’র মাধ্যমে খাদ্য সামগ্রী প্রদান করছেন। পাঁচ কোটি মানুষকে ভাতা দিচ্ছেন। ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ করেছেন। কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছেন। বছরের প্রথম দিনে এই দেশের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। বিগত বিএনপি সরকারের আমলে খুলনাকে খুনের নগরীতে পরিণত করেছিল। প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম, সাংবাদিক হুমায়ুন কবির বালু, সাংবাদিক মানিক সাহা, সাংবাদিক হারুন অর রশিদ খোকনসহ আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পরে এখন আর সে অবস্থান নেই। আমেরিকার একটি সংস্থা একটি জরিপে বলেছেন বাংলাদেশের ৭০ ভাগ মানুষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দেখতে চায়। তাই আমাদের শপথ নিতে হবে আমাদের সকলকে কেন্দ্রে ভোটারদের উপস্থিত করে ৬০ থেকে ৭০% ভোট প্রদান করলে জননেত্রী শেখ হাসিনার মুখ বিশ্বের কাছে উজ্জ্বল হবে। তাই আগামী নির্বাচন হবে উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশে। নিরাপদ পরিবেশে সংঘাত হীন ভাবে সকলে ভোট দিতে পারবেন। আমি আপনাদের ভোটের রায় পেয়ে এমপি নির্বাচিত হলে, সেবক হিসেবে আপনাদের পাশে থেকে কাজ করবো। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ,বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও বিজয়ের সাবেক চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, সাংবাদিক মোজাম্মেল হক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা হারুন বন্দ,এস এম লুৎফর রহমান, রেজাউল শেখ, জাহাঙ্গীর আলম, কাজী রবিউল ইসলাম, সোহেল সরদার, দেবদাস মন্ডল দেবু, বাহার সরদার, অসিত মন্ডল,ইসরাফিল সরদার, আসাদ শেখ,নুর ইসলাম ভাঙ্গি, মনিরুল সরদার, ফেরদৌস সরদার, শেখ নজরুল,শেখ শাহাবুদ্দিন, ইউপি সদস্য যথাক্রমে আলামিন শেখ, হায়দার আলী, ফারজানা বিউটি, জোসনা বেগম, শিউলি আক্তার শিপু, রবিউল ইসলাম, রফিকুল ইসলাম,বিপ্লব শেখ, ছাত্রলীগ নেতা কামাল মোড়ল, মাহফুজুল আলম সুমন,নুরু শেখ, আরজু সরদার, রানা চৌধুরী, রাজিব সরদার, অলিত শেখ,মামুনুর রশিদ অনি আকুঞ্জি, বিদ্যুৎ শেখ, ইউসুফ গাজী, মোঃ মনজিল শেখ, মোঃ মিলন মোড়ল,আব্দুল্লাহ মোল্লাসহ আওয়ামী লীগের অত্র ওয়ার্ডের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।