ময়লাপোতা মোড়ে সড়কের ওপর গরু জবাই দেয়ার অপরাধে কসাইকে শোকজ

দু’ হাজার টাকা মুচলেকা দিয়ে রক্ষা
স্টাফ রিপোর্টারঃ নগরীর ময়লাপোতা ফারাজিপাড়া এলাকায় সড়কের ওপর পশু (গরু) জবাই দেয়ার অপরাধে কসাই রবি দু’ হাজার টাকা মুচলেকা দিয়ে রক্ষা পেয়েছে। বুধবার কেসিসির ভেটেরিনারী দপ্তরে এসে এ মুচলেকা ও অঙ্গীকারা নামা দিয়ে যায় কসাই রবি কোরাইশী।
কেসিসি সূত্রে প্রকাশ, গত ২৮ ডিসেম্বর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নগরীর ময়লাপোতা ফারাজিপাড়া এলাকায় সরেজমিন পরিদর্শনে যান কেসিসির ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন বিনা ভেটেরিনারি পরীক্ষায় রাস্তায় ফেলে পশু (গরু) জবাই করে মাংস বিক্রি করছে রবি নামের এক কসাই। যা পশু জবাই ও মাংস মান নিয়ন্ত্রণ আইন,২০১১ এর ৩(১) ধারা এবং খুলনা সিটি কর্পোরেশন অধ্যাদেশ ২০০৯ এর ৫ম তফশিল এর ৩৮ ও ৩৯ ধারা অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। এ জন্য ওই কসাইকে ওই দিনই শোকজ করা হয়। শোকজের জবাই ১ জানুয়ারী দেয়ার কথা ছিল। সে মতে, কসাই রবি নিজে এসে শোকজের জবাব ও মুচলেকা বাবদ দু’ হাজার টাকা জরিমানা দেন। একই সাথে আর এ ধরনের কাজ করবে না বলে অঙ্গীকারনামা দিয়ে যায়। কেসিসির ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস বলেন, নগরীবাসী যাতে হালাল, স্বাস্থ্যসম্মত মাংস খেতে পারে তার জন্য কেসিসি এখন অনেক তৎপর। তারা ১-৩১টি ওয়ার্ড পর্যন্ত সোর্সের মাধ্যমে পশু জবাই যাতে পিলখানায় হয় সে ব্যাপারে সর্তক নজর রাখছেন। কেউ তাদের নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে কেসিসি। সম্প্রতি বাস্তহারা এলাকায় দু’ কসাইকে কারাদন্ড দেয়া হয় বিনা অনুমতিতে কসাইখানার বাইরে অসুস্থ্য, বৃদ্ধ গরু জবাই দেয়ার অপরাধে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।