স্থানীয় সংবাদ

সাতক্ষীরার ২টি আসনে লাঙ্গল প্রতীকের ভোট প্রার্থনায় দিদার ও আশু

নৌকার প্রার্থী স্বপনের প্রচারনাকে ছাপিয়ে ছুটেছেন এই দুই নেতা

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার ১ আসনে জাতীয় পার্টির সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত ও সাতক্ষীরা ২ আসনে জাতীয় পার্টির আশরাফুজ্জামান আশু জন সমর্থনে বেশ এগিয়ে আছেন। তালায় দিনব্যাপী নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত। সাতক্ষীরার তালায় খলিলনগর ইউনিয়নের প্রতিটি বাজারে, ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রার্থী সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত। তিনি লাঙ্গল প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে ভোটারদের দ্বারে দ্বারে ব্যস্ত সময় পার করছেন। তিনি বলেন, “আমি বিজয়ী হলে জনগণের অধিকার সুশাসন ও উন্নয়ন প্রতিষ্ঠাসহ মানুষের হয়রানী বন্ধ করা হবে আমার প্রথম কাজ।” নবীন ভোটারদের মধ্যে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, দিদার বখত মানুষ হিসেবে অত্যন্ত সৎ, জনগণের সাথে তার একাতœতা রয়েছে, সাংগঠনিকভাবে তিনি দক্ষ, তিনি স্বল্পভাষী ও ন¤্র ভদ্র।” তিনি এছাড়াও তালা কলেজ, গার্লস স্কুল, বিদে হাই স্কুল ও কলারোয়া কলেজ জাতীয়করণ করেন। এছাড়াও সুভাষিণী হাজী মেহেরুল্লাহ এতিমখানা ও কলারোয়া জালালাবাদ এতিমখানা প্রতিষ্ঠা করেন। তিনি ফজরের নামাজের পর এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে থাকেন। সাতক্ষীরা ১ আসনের নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ আনেন লাঙ্গল প্রতীকের আলমগীর নামের এক সমর্থক। তিনি বলেন, “কলারোয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন বর্তমান উপজেলা চেয়ারম্যানের কাছে ব্যাপক ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। স্বপন ৭৫টি কেন্দ্রের মধ্যে ৭২টিতেই পরাজিত হন। এর কারণ হলো তিনি নিজস্ব সন্ত্রাসী বাহিনী দ্বারা বিভিন্ন উপজেলায় সংখ্যা লঘুদের ঘের-জমি দখল করেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য করেন ও সরকারি চাকুরি দেওয়ার নামে কোটি কোটি টাকার বাণিজ্য করেন। এছাড়াও পুলিশী হয়রানী, গ্রেফতার ও ছাড়িয়ে নেওয়ার পুরাতন বাণিজ্যটি তিনি কলারোয়া উপজেলা চেয়ারম্যান থাকাকালীন বেশ রপ্ত করে রেখেছেন যা এখনো চালিয়ে যাচ্ছেন।” অপরদিকে সাতক্ষীরা ২ আসনে লাঙ্গলের প্রার্থী আশরাফুজ্জামান আশু। আসনটিতে আ.লীগ নৌকা প্রতীক দিলেও পরে প্রত্যাহার করে জাতীয় পার্টিকে আসনটি ছেড়ে দেয় দলটি। এরপর থেকে আ.লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা এক মঞ্চে কাজ করছেন আসনটিতে। শেষ দিনে সাতক্ষীরা ২ আসনে জমজমাট প্রচার প্রচারণা, লাঙ্গলের জনসভা ঃ শেষ সময়ে প্রচারণায় জমজমাট ছিল সাতক্ষীরার চারটি নির্বাচনী এলাকা। বিকেলে শহরের বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করেন জোট প্রার্থী জাতীয় পার্টির আশরাফুজ্জামান আশু। চৌদ্দটি ইউনিয়ন ও পৌরসভা এলাকা থেকে হাজার হাজার মানুষ উপস্থিত হয় জনসভা স্থলে। লাঙ্গল স্লোগানে মুখরিত হয়ে উঠে সমাবেশ স্থল। জনসভায় বক্তব্য রাখেন, নৌকার প্রত্যাহার হওয়া প্রার্থী আসাদুজ্জামান বাবু, লাঙ্গল প্রতিকের প্রার্থী আশরাফুজ্জামান আশুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। লাঙ্গল প্রতীকের সমর্থক প্রবীন আইনজীবী মোঃ বদিউজ্জামান বলেন, আশরাফুজ্জামান আশু একজন ত্যাগী নেতা। তিনি এলাকার দরিদ্র লোকের মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান এবং তার এলাকার গরীব ছাত্র-ছাত্রীদের পড়াশোনার খরচ বহন করেন। তিনি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও মহামারীতে অসহায় দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। জোট প্রার্থী আশু বলেন, আমাকে লাঙ্গল প্রতীকে নির্বাচিত করুন। ওয়াদা করছি আমি ফ্রিতে জনগণের সেবা দিবো। কখনো দুর্নীতির সঙ্গে যুক্ত হবো না বরং দুর্নীতিকে রুখে দিবো সাতক্ষীরায়। এলাকায় প্রধান সমস্যা জলাবদ্ধতা দূরে ও বেকারত্ব দূর করবো। দিদার বখত তরুণ প্রজন্মের ভোটারসহ সবাইকে অধিকার, সুশাসন ও উন্নয়ন প্রতিষ্ঠাসহ মানুষের হয়রানি বন্ধে তার জীবনের শেষ নির্বাচনে তাকে এমপি হিসেবে নির্বাচিত করার জন্য আহ্বান জানান। এসময় তিনি খলিলনগর বাজার, গঙ্গারামপুর বাজার, গোনালী বাজার, আখড়াখোলা বাজার, পাঁচরাস্তা মোড়, মাছিয়ারা তেঁতুলতলা মাদ্রাসা চত্বর, মাছিয়ারা কদমতলা মোড়, রায়পুর বাজার, উত্তর নলতা নতুন বাজারসহ গোটা খলিলনগর ইউনিয়নে গণসংযোগ ও পথসভা শেষে তালা ব্রিজ মোড় চত্বরে পথসভায় বক্তব্য রাখেন। এসময় তার সঙ্গে ছিলেন, তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, শেখ হাবিবুর রহমান হাবিব, বিএম বাবলুর রহমান, খলিলনগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. সিরাজুল ইসলাম গাজী, সাধারণ সম্পাদক এস.এম জাহাঙ্গীর হাসান, সাংগঠনিক সম্পাদক মো. রহুল আমিন শেখ প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button