ডুমুরিয়ায় ওয়ান শুটার গানসহ আটক ১
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার ডুমুরিয়ায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২টি অস্ত্রসহ ডালিম বিশ্বাসকে (৩০) আটক করেছে। সে উপজেলার রুদাঘরা ইউনিয়নের শৈলগাতিয়া গ্রামের মৃত রফিকুল বিশ্বাসের ছেলে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার টিপনা নতুনরাস্তা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক শেখ ইমরুল করিম জানান, মঙ্গলবার সকালের দিকে সঙ্গীয় র্ফোসসহ খুলনার ডুমুরিয়া এলাকায় অবস্থান করছিলাম। এরই মধ্যে খবর আসে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নতুনরাস্তার পাশে টিপনা মৃত আব্দুল ওহাব গাজীর বাড়ির পাশে একটি লোক অস্ত্রসহ অবস্থান করছে। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে একটি নম্বার বিহীন মোটর সাইকেলসহ তার চারপাশ ঘিরে ফেলা হয়। এরপর তার কাছে থাকা একটি প্লাস্টিকের বাজার করা ব্যাগে তল্লাশি করে ২টি ওয়ান সাটার গান (এল জি) অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা জানান, খুলনা জেলা ডিবি পুলিশ অস্ত্রসহ এক আসামীকে থানায় সোপর্দ করেছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু হয়েছে যার নং-৬।