স্থানীয় সংবাদ

যশোরে এমপি’র বাড়িতে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে যুবক ছুরিকাহত : মামলা

যশোর ব্যুরো : যশোর সদর-৩ আসনের জয়ী প্রার্থী সংসদ কাজী নাবিল আহমেদ এর বাড়িতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছার ছবি তোলার সময় কামরুজ্জামান নামে এক ব্যক্তি ছবি তোলার সময় চিহ্নিত সন্ত্রাসীরা এলোপাতাড়ীভাবে মারাপিটসহ ছুরিকাঘাত করেছে। এ ঘটনায় ৩ জনের নাম উল্লেখষহ অজ্ঞাতনামা ১৫/২০ জন উল্লেখ করে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মঙ্গলবার ৯ জানুয়ারী বিকেলে মামলাটি করেন, আহত কামরুজ্জামানের স্ত্রী যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া নাথপাড়ার বাসিন্দা মালিহা জেবিন তন্দ্রা। মামলায় আসামী করেন,যশোর সদর থানার ধর্মতলা (কদমতলা হ্যাচারীপাড়া) গ্রামের বাবু ওরফে ছোট বাবু,যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের অনিক ও শহরের পূর্ব বারান্দী লিচুতলার আজিজসহ অজ্ঞাতনামা ১৫/২০জন।
মামলায় বাদি উল্লেখ করেন্,গত ৮ জানুয়ারী সোমবার বিকেল সাড়ে ৫ টারপর শহরের পুরাতন কসবা কাজীপাড়াস্থ নৌকার জয়ী প্রার্থী কাজী নাবিল আহমেদ এর নিজ বাস ভবনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড,যশোর জেলা শাখা নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছার ছবি তোলার সময় বাদির স্বামী কামরুজ্জামান ছবি তোলাকালে উপস্থিত ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলসহ উক্ত আসামীরা বাধা দেয় এবং বাদীর স্বামীকে উক্ত বাড়ির আঙ্গিনায় সকল আসামীরা একযোগে এলোপাতাড়ীভাবে মারপিট শুরু করে। অনিক ধারালো চাকু দিয়ে কারুজ্জামানের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। সকল আসামীরা বাদির স্বামীকে এলোপাতাড়ীভবে মারপিট পূর্বক জখম করে। ওই সময় বাদির স্বামীসহ সেখানে আহত অন্যান্য নেতৃবৃন্দকে উপস্থিত লোকজন দ্রুত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। বাদি সংবাদ পেয়ে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যেয়ে তার স্বামীর কাছ থেকে বিস্তারিক শুনেন। আসামীরা খারাপ প্রকৃতির লোকজন বাদির স্বামীকে পুনরায় মারপিট, খুন জখম ও মিথ্যা মামলাসহ যে কোন বড় ধরনের ক্ষতি করতে পারে বলে বাদি আশংকা প্রকাশ করে মামলায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button