স্থানীয় সংবাদ

যশোরে বেসরকারি হাসপাতালের এক নার্সের ঝুলান্ত লাশ উদ্ধার

যশোর ব্যুরো : যশোরে লিমা খাতুন (২৪) নামে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ১০ জানুয়ারি যশোর শহরের ঘোপ নওয়াপাড় রোড এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। লিমা খাতুন রাজশাহীর তানোর উপজেলার কলমা গ্রামের সাদিকুর রহমানের মেয়ে। তিনি শহরের ঘোপ নাওয়াপাড়া রোডে ল্যাবজোন হাসপাতালে কর্মরত ছিলেন। লিমার রুমমেট ও সহকর্মী মৌসুমী খাতুন বলেন, অন্যান্য দিনের মতো বুধবার সকালে আমি কর্মস্থলে যাই। দুপুর আড়াইটার দিকে শুনি পুলিশ লিমার মরদেহ উদ্ধার করেছে। তিনি জানান, গত একমাস ধরে সে তার কর্মস্থলে যোগ দিচ্ছিলো না। এ সময় সে ঘরেই থাকতো বেশি। শুনেছি তার বিয়ে হয়েছে, কিন্তু বনিবনা হচ্ছিল না। এ নিয়ে সে মানষিক রোগে ভুগছিলো। লিমার পিতা সাদিকুর রহমান বলেন, গত দু’দিন ধরে লিমা ফোন ধরছিলো না। এতে আমাদের সন্দেহ হয়। তাই খোঁজ নিতে এদিন যশোরে এসেছি। দরজা বন্ধ দেখে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দিই। তারা এসে মেয়ের মরদেহ উদ্ধার করে। মেয়ের বিয়ের ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন। যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মৃতদেহটি পাওয়া গেছে। উদ্ধার করে ময়নাতন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button