স্থানীয় সংবাদ

জেলা আইনজীবী সমিতির আলোচনা সভা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে

খবর বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে খুলনা জেলা আইনজীবী সমিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড: মো: সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সমিতির সাধারন সম্পাদক এ্যাড: এস এম তারিক মাহমুদ তারা। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন এ্যাড: এনামুল হক, এ্যাড: কে,এম ইকবাল হোসেন, এ্যাড: শিকদার হাবিব, এ্যাড: এম এম সাজ্জাদ আলী, এ্যাড: নুরুজ্জামান, এ্যাড: স্বপন কুমার মজুমদার, এ্যাড: শেখ আশরাফ আলী পাপ্পু, এ্যাড: আব্দুল জলিল, এ্যাড: শেখর চন্দ্র ঢালী, এ্যাড: মো: মতিয়ার রহমান মোল্লা, এ্যাড: রেহেনা চৌধুরী, এ্যাড: নুরুননাহার লাকী, এ্যাড: রওগন আরা, এ্যাড: উল্লাস কর বৈরাগী, এ্যাড: রথীন্দ্রনাথ সরদার, এ্যাড: খোরশেদ আলম, এ্যাড: নওশীন রহমান বর্ষা, এ্যাড: আব্দুস শফিক মোল্যা জনি, এ্যাড: মেহেদী হাসান, এ্যাড: আব্দুল কুদ্দুস, এ্যাড: রোমানা তানহা, এ্যাড: পামোলী কাদের সহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এ্যাড: কে,এম মিজানুর রহমান, এ্যাড: শিরিন আক্তার পপি, এ্যাড: তমাল কান্তি ঘোষ, এ্যাড: কাজী সাইফুল ইমরান, এ্যাড: মো: আসাদুজ্জামান গাজী মিল্টন, এ্যাড: ওমর ফারুক রনি, এ্যাড: সরদার আশরাফুর রহমান দিপু, এ্যাড: এস,এম আব্দুস সাত্তার, এ্যাড: প্রজেশ রায়, এ্যাড: মো: মনিনুর ইসলাম মনির,্ এ্যাড: সাবিরা সুলতানা হ্যাপি, এ্যাড: খাদিজা আক্তার টুলু সহ আরো অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button