৭ নং ওয়ার্ডে পুর্ব শত্রুতারজের ধরে হাতুড়ি পেটায় যুবক আহত
স্টাফ রিপোর্টার ঃ নগরীর ৭ নং ওয়ার্ডে পুর্ব শত্রুতারজের ধরে মোঃ সোহাগ ওরফে বিষু (৩০) নামে এক যুবককে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে হাত, পা ভেঙ্গে ফেলেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত সাড়ে ১০ টায় উত্তর কাশিপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগি পরিবারের অভিযোগ ৭ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ খালিদ আহমেদ উপস্থিত থেকে তার নির্দেশে এ ঘটনা ঘটিয়েছে ১০/১২ জন সন্ত্রাসী।
আহত বিষু দক্ষিন কাশিপুর আঃ রহিমের পুত্র। বিষুর ছোটভাই সাগর জানান, কাউন্সিলর শেখ খালিদ আহমেদেও পরিবারের সাথে গত কাউন্সিলর নির্বাচনের আগে কাউন্সিলর শেখ খালিদ আহমেদের চাচার সাথে খালিদের সাথে ঝগড়া হয়। এ সময় বিষু চাচার পক্ষ নিলে তখন থেকে তার উপর ক্ষিপ্ত হন তিনি। শুক্রবার রাত ১০ দিকে উত্তর কাশিপুর হাজি¦বাড়ির সামনে বোরাক আলীর ঘরে বিষুকে একা পেয়ে হাতুড়ি ও লোহার রড দিয়ে বেধড়ক পেটায় সন্ত্রাসীরা। এতে বিষুর বাম হাতের ডানা ও বামা পায়ের গোড়ালির কাছে ভেঙ্গে যায়। তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক তাকে ঢাকায় পাঠাতে হবে বলে জানিয়েছে ডাক্তাররা। এ বিষয়ে শেখ খালিদ আহমেদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি নিজে উপস্থিত থাকার কথা অস্বীকার করেন। তিনি এ বিষয়ে কিছুই যানেন না, তবে তিনি বলেন বিষু একজন সন্ত্রাসী, সে যার,তার গায়ে হাত তোলে এ ঘটনায় এলাকাবাসী ক্ষিপপ্ত হয়ে তাকে মারধোর করেছে। এ বিষয়ে খালিশপুর থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, বিষয়টি তিনি লোক মুখে শুনেছেন, লিখিত অভিযোগ পেলে আইনঅনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।