মোড়েলগঞ্জের বনগ্রামে চুরি অব্যাহত, মাদক সেবী ও বিক্রেতাদের অত্যাচার থামছে না

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের বহরবৌলা গ্রামে চিহ্নত চোর , মাদক সেবী ও মাদক বিক্রেতাদের অত্যাচারে অতিষ্ট গ্রামবাসী প্রতিকারের জন্য গন স্বাক্ষর করে পুলিশ সুপার বরাবরে অভিযোগ করেছে। স্থানীয় চেয়ারম্যান মেম্বরসহ গন্যমান্য ব্যাক্তিদের পরামর্শ নিয়ে এলাকাবাসী পক্ষে বহরবৌলা গ্রামের মৃত সুলতান মোল্লার ছেলে মোঃ নান্নান মোল্লা গত ৯ জানুয়ারী মঙ্গলবার সরাসরি বাগেরহাট পুলিশ সুপার বরাবরে এ অভিযোগ করেন। ওই অভিযোগে বলা হয়, গত ২৯ ডিসেম্বর-২০২৩ রাতে নান্নান মোল্লার বাড়ীর সামনের ট্রাকের ব্যাটারী ও তেল চুরি হয়। পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে পাশর্^বত্তিল পুটিয়া গ্রামের মহব্বত শেখের ছেলে দাউদ শেখ কে সন্দেহ করে তাকে ডাকা হলে সে আর জনসম্মুখে আসে নাই। পরে দাউদ সেখের সহযোগি বহলবৌলা গ্রামের কবীর শেখের ছেলে সোহেল শেখ কে স্থানীয়ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে একই গ্রামের মৃত লোকামান মোল্লার ছেলে সাব্বির মোল্লা, ইউসুফ খানের ছেলে হাসান খান ও রশিদ শেখের ছেলে রাজীব শেখ সহ আরো কয়েকজন এ সব অপরাধ কাজ গুলি করে আসছে। সে অনুযায়ী অভিযোগে উল্লেখ করা হয়, এলাকা থেকে ইটভাঙ্গা মেশিন, বিদ্যুতের পুল, তার, এঙ্গেল চুরি হয়। এ ছাড়াও এলাকার ব্যার্নাজী বাড়ী থেকে বস্তাভত্তি সুপারী, দিলিপ মাস্টারের বাড়ীর সুপারী, বেল্লাল মিস্ত্রির স্টিলের ঢালাই এলিনের ব্যাটারী চালিত ভ্যান, জাব্বির শেখের ইজিবাইক চার্জার, মিজানের পানি সেচের মেশিন, হোসেন শেখের ব্যাটারী চালিত ভ্যান, বাদল দের ৫টি ইজিবাইকের সব ব্যাটারী চুরি, বিনয় দাসের ট্রাকের চাকা চুরি, একরামুল কবিরের সুপারী চুরি, বলাই দের বাড়ীর স্বর্নালংকার ও নগদ টাকা চুরি, কনক দাসের গরু চুরি, সুলতানের পাম্প মেশিন চুরি, আশ^াব মোল্লার বসতঘর ও নসিমন চুরি, নয়ন মোল্লার ব্যাটারী ভ্যান চুরি, একই এলাকার মুসা, সঞ্জয়. রুবেল, বাদশা ও জালাল শেখের ট্রাকের ব্যাটারী চুরি, এবং সালামের ব্যাটারী চালিত ভ্যান চুরি হয়েছে। এরপর এলাকায় চাঁদাবাজী, পাশেই বড় রাস্তায় ছিনতাইয়ের ঘটনা ঘটানো হচ্ছে বলে পুলিশ সুপারের কাছে দেয়া অভিযোগে বলা হয়। একের পর এক এ ধরনের অপরাধ কর্মকান্ড প্রতিনিয়ত এলাকায় হলেও কেহ প্রতিবাদ করে না। কারন প্রতিবাদ করলে আরো বড়ধরনের ক্শতি করবে বলে আশংকা করে স্থানীয়রা। এলাকার মোতালেব শেখ বলেন আমার রোজগারের একমাত্র অবলম্বন আমার ব্যাটারি চালিত ভ্যানটি চুরি করে নিয়ে গেছে, কনক দে বলেন আমার গোয়ালের গরু চুরি হয়েছে, সৌরভ কুমার দে বলেন আমার ভাড়ায় চালিত ইজিবাইকের ৮ টি ব্যাটারী ও ৩ টি চার্জার চুরি হয়েছে। সব মিলিয়ে প্রায় অর্ধশত ভুক্তভোগী গন স্বাক্ষর করে প্রতিকার চেয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন। অভিযোগকারীরা বলেন এসব ঘটনায় অনেকে থানা পুলিশে অভিযোগ করেছে। তবে কোন প্রতিকার হয়নি। আবার অনেকে পুলিশের কাছে অভিযোগ দেয়াকে বাড়তী ঝামেলা মনে করে ক্ষতি সইয়ে নেয়। এলাকায় একের পর এক চুরির ঘটনায় বনগ্রাম ইউপি চেয়ারম্যান রিপন দাস বলেন এলাকাবাসী যাদের সনাক্ত করে পুলিশ সুপার বরাবরে অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় বিগত সময়ে একাধিক অভিযোগ রয়েছে। তারপরও এলাকায় চুরি ও মাদক নিয়ন্ত্রন হচ্ছে না। বিষয়টি পুলিশ সুপার হস্তক্ষেপ করলে হয়ত প্রতিকার হতে পারে। এলাকাবাসীর গন স্বাক্ষরিত এ অভিযোগ বিষয়ে পুলিশ সুপার কোন ব্যবস্থা নিয়েছেন কিনা রবিবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।