স্থানীয় সংবাদ

এক হাজার ৭শ’ পিস ইয়াবাসহ দ্ইু যাত্রী আটক

নগরীতে যাত্রীবাহি বাসে অভিযান

স্টাফর রিপোর্টার ঃ নগরীর সোনাডাঙ্গা বাসটার্মিনাল এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে এক হাজার ৭’শ পিস ইয়াবাসহ দুই যাত্রীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতরা হচ্ছেন মো: সুমন মীর (২৯) এবং মো: ফারুক ব্যাপারী (৪০)। তারা দুইজনই খুলনার রূপসা উপজেলার বাসিন্দা। গতকাল রোববার বিকেল ৫টায় সোনাডাঙ্গা আন্ত: জেলা বাস টার্মিনালের সামনে ঢাকা টু খুলনা গামী সুন্দরবন ক্লাসিক (ঢাকা মেট্রো-ব-১৫-৪৫০৭ নম্বর) নামক বাস তল্লাশী চালিয়ে তাদেরকে ইয়াবাসহ আটক করা হয়। খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র মতে, সংস্থার ‘ক’ সার্কেলের পরিদর্শক মো: বদরুল হাসানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময়ে ঢাকা টু খুলনাগামী সুন্দরবন ক্লাসিক নামক বাসে অভিযান চালিয়ে খুলনার রূপসা উপজেলার পশ্চিম নন্দনপুর এলাকার বাসিন্দা মৃত জামাল মীর এর পুত্র মো: সুমন মীর একই এলাকার বাসিন্দা মৃত ইসমাইল ব্যাপারীর পুত্র ফারুক ব্যাপারীর দেহ তল্লাশী চালিয়ে এক হাজার ৭শ’ পিস ইয়াবাসহ আটক করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। ‘ক’ সার্কেলের পরিদর্শক মো: বদরুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উল্লিখিত বাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করি। তারা দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলার বাহিনীর চোখ ফাকি দিয়ে ইয়াবার চালান খুলনা এনে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button