স্থানীয় সংবাদ

প্রয়াত আওয়ামীলীগ নেতার বাড়িতে হামলা ও ভাংচুর

রূপসা প্রতিনিধি ঃ রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ঘাটভোগ পূর্বপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়, গতকাল ১৭ জানুয়ারী সকাল ১০ টার দিকে একই এলাকার হাকিম শেখের নেতৃত্বে ২০/২৫ জন প্রয়াত আওয়ামীলীগ নেতা আফজাল সরদারের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এঘটোনায় রূপসা থানায় মামলার প্রস্তুতি চলছে। এব্যাপারে ভুক্তভোগী পরিবারের সদস্য কালাম সরদার বলেন অজ্ঞাত কারণে হাকিম শেখের নেতৃত্বে একদল দুষ্কৃতকারী আমাদের বাড়িতে হামলা চালিয়ে বসত ঘর ভাংচুর ও নগত অর্থসহ প্রায় ৩ লক্ষাধীক টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে। আমরা কোন পুরুষ মানুষ বাড়িতে ছিলাম না। থাকলে আমাদের হত্যা করত। আমি আইন শৃংখলা বাহিনীর প্রতি তদন্তপুর্বক দোষীদের শাস্তির দাবী করছি। পার্শ্ববর্তী বাড়ির আঃ মান্নান শেখের স্ত্রী হোসনেয়ারা জানান, কিছু বুঝে উঠার আগে একদল লোক কালাম এবং আশ্বাবের নামধরে ডাকতে ডাকতে তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। জাকিরের স্ত্রী আমিনুর জানান বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করেছে, পুরুষ মানুষ থাকলে তাকেও মারধর করত।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button