খুলনায় তীব্র শীতে বিপাকে ছিন্নমূল মানুষ
স্টাফ রিপোর্টার ঃ খুলনায় জেঁকে বসেছে শীত। তীব্র শীতে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষরা। শীতের প্রকোপে রোগীর চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। বেশি রোগাক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।
খুলনা শিশু হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. ইমতিয়াজ আহমেদ জানান, শিশুরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। খুলনা শিশু হাসপাতালে অসুস্থ শিশুদের চাপও বেড়েছে। রবিবার বহির্বিভাগে ৬৫০ জন চিকিৎসা নেয়। বুধবার চিকিৎসা নেয় ৭০০ জন। এ ছাড়া শিশু বিভাগে ২৫০-এর বেশি রোগী ভর্তি রয়েছে।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, ‘বর্তমানে এই হাসপাতালে ভর্তি রোগীর ৭০-৮০ ভাগই শীতজনিত কারণে অসুস্থ। তাদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। এ হাসপাতালে এখন দৈনিক ১৫০০-১৬০০ রোগী ভর্তি হচ্ছে। আবার শীতজনিত কারণে মারা গেলেও পরিসংখ্যান ওইভাবে করা সম্ভব হয় না। কারণ, শীতের কারণেই রোগীর অ্যাজমা সমস্যা বাড়ে, কাশি বাড়ে, জ্বর থেকে নিউমোনিয়া হয়। কিন্তু মারা গেলে এসব রোগই শনাক্ত করা হয়। তখন তা শীতজনিত কারণে বলা সম্ভব হয় না।’ এদিকে, শীতে বেশি কষ্টে রয়েছেন নি¤œ আয় ও ছিন্নমূল মানুষরা। খুলনার রেলস্টেশন ও ফুটপথগুলোতে ছিন্নমূল মানুষকে কম্বল মুড়িয়ে থাকতে দেখা গেছে। শীত নিবারণের জন্য গরম কাপড়, হাত-পায়ের মোজা, টুপি, মাফলার, জ্যাকেটের চাহিদা বেড়েছে। রিকশাচালক আলমাস বলেন, ‘শীতে কাহিল অবস্থা। বুধবার সারাদিন তেমন সূর্যের মুখ দেখা যায়নি। কয়েকদিন ধরে এ অবস্থা চলছে। কিন্তু পেটের দায়ে এমন আবহাওয়াতেও বের হতে হয়।’