স্থানীয় সংবাদ
নগরীতে ইয়াবা গাঁজা হেরোইনসহ চার মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-রূপসার নৈহাটীর নিয়ামুল কবিরের ছেলে মেহেদী হাসান(২৩), ৫নং মাছঘাটের জামাল হাওলাদারের ছেলে মোঃ মুন্না হাওলাদার(২৮), দৌলতপুর আঞ্জুমান রোডের বাসিন্দা সিরাজ শেখের ছেলে মোঃ শিপলু শেখ(২০), রেলওয়ে নিউ কলোনীর শেখ হাবিবের ছেলে হাসিব মোল্লা(২০)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং ০৫ গ্রাম হেরোইন আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ টি মামলা দায়ের করা হয়েছে।