স্থানীয় সংবাদ

আবু সুফিয়ান ফুটবল টুর্ণামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এস এম কামাল এমপি

সর্বগুণে গুনানীত বঙ্গবন্ধু পুত্র শেখ কামাল আধুনিক ফুটবলের জনক

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ বীর প্রতীক শহীদ অধ্যাপক আবু সুফিয়ান ৩২ দলীয় মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠানিক সম্পাদক এম এম কামাল হোসেন এম.পি বলেছেন‘‘ সর্ব গুনে গুনানীত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন দক্ষ একজন ফুটবলার ও সংগঠক। বঙ্গবন্ধূর সন্তান শেখ কামাল আবাহনি ক্রীড়া চক্র প্রতিষ্ঠা করেছিল, শেখ কামাল আধুনিক ফুটবলের জনক। ফুটবলের এই ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত এ ধরণের আয়োজন করা উচিত। তিনি বলেন যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করে তাদেরকে মাঠমুখি করতে হবে । ’’। তিনি গতকাল শনিবার বিকালে টুর্ণামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং জাতীয় তরুণ সংঘের সাধারণ সম্পাদক এস এম শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ, কেসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাদাত হোসেন মিনা, খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক ও যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, জাতীয় তরুণ সংঘের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র মনিরুজ্জামান খান খোকন, ৭নং ওযার্ড কাউন্সিলর ও কাশিপুর একাদশের সভাপতি খালিদ আহমেদ, দৌলতপুর থানার অফিসার্স ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোল্যা মুজিবুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ্আবু জাফর হাওলাদার, ট্রাক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মমতাজ বেগম। অনুষ্ঠানে খানাবাড়ী যুব সংঘ ক্লাবের সভাপতি আবু হেনা বাবলু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সদস্য আরিফুল ইসলাম রাসেল, বিশিষ্ট সমাজসেবক শেখ মনিরুল ইসলাম, শরিফুল ইসলাম সোহেল, মহেশ্বরপাশা শান্তিনগর রংধনু যুব সংঘ ক্লাবের সভাপতি নাছির মুন্সি, সাধারণ সম্পাদক মো. খোকন মুন্সিসহ এলাকার গন্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিল । টুর্ণামেন্টের চুড়ান্ত খেলায় মহেশ্বরপাশা শান্তিনগরের রংধনু যুব সংঘ ক্লাব এবং খালিশপুরের কাশিপুর একাদশ পরষ্পরের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলা গোল শুন্য ড্র হলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে রংধনু যুব সংঘ ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন টিমকে ৩০ হাজার টাকার প্রাইজমানি এবং ট্রপি ও রানাসআপ দলকে ২০ হাজার টাকার প্রাইজমানি ও ট্রপি তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button