স্থানীয় সংবাদ

এই হাসপাতালটি ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে বন্ধ করে দিয়েছিল

শেখ আবু নাসের হাসপাতালে খুলনা-৩ আসনের এমপি এস এম কামাল

স্টাফ রিপোর্টার : খুলনা ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন শনিবার সকাল সোয়া ১১টায় খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দৌলতপুর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আছিফুর রশিদ আছিফ অসুস্থ হলে কে দেখতে যান। ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আছিফুর রশিদ আছিফ হার্টের সমস্যা জনিত কারনে গত ১৬ জানুয়ারী মঙ্গলবার অসুস্থ হলে শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় হাসপাতালে অন্য সকল রোগীদের স্বজনদের সাথে বলেন ও খোঁজখবর নেন। এ সময় তিনি শহীদ শেখ আবু হাসপাতালের পরিচালক ডাক্তার শেখ আবু শাহীন’র সাথে হাসপাতালে সার্বিক অবস্থা নিয়ে কথা বলেন। খুলনা ৩- আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন বলেন,জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের সেবা করার জন্য দিনের ১৯ ঘন্টা পরিশ্রম করেন। দক্ষিণ পশ্চিম অঞ্চলের উন্নত মানের এই হাসপাতাল জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন। এই হাসপাতালটি ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে হাসপাতালের চলমান কাজ বন্ধ করে দিয়ে ছিলেন ও এর উন্নত মানের যন্ত্রপাতি বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। জননেত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ক্ষমতায় এসে এই হসপিটালটি কে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন। আজ এই অঞ্চলের মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে। তিনি হাসপাতালে সেবার মান আরো বাড়ানোর জন্য পরিচালকে সকল ব্যবস্থা নিতে বলেন। রোগীরা যাতে এ হাসপাতা লে এসে হয়রানির শিকার না হয়।সঠিক সেবা পায় সেদিকে খেয়াল রাখতে বলেন। হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন শেখ আবু নাসের হাসপাতালের পরিচালক ডাক্তার শেখ আবু শাহিন, আর এম ও ডাক্তার প্রকাশ চন্দ্র দেবনাথ, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ খসরুজ্জামান,সাবেক কাউন্সিলর ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদ হাসান পিকু, প্রশাসনিক কর্মকর্তা মোঃ ওহিদুজ্জামান, স্টোর কিপার মাসুদ পারভেজ পাভেল সহ হসপিটালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এজাজ আহম্মেদ- তারিখ- ২০-০১-২৪

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button