স্থানীয় সংবাদ

আগামীকাল কুয়েট কর্মচারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন

১৭ পদে লড়ছে ৩৬ প্রার্থী

খানজাহান আলী থানা প্রতিনিধিঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়(কুয়েট) কর্মচারী সমিতির কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামীকাল ২৫ জানুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এই প্রথম ১৭টি পদের বিপরিতে সর্বোচ্চ সংখ্যক ৩৬জন প্রার্র্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচন উপলক্ষে প্রার্থীরা অফিস সময়ের বাহিরেও গভীর রাত পর্যন্ত ভোটারদের বাসায় বাসায় গিয়ে ভোট চাইছে। কর্মচারী সমিতির নির্বাচনের আমেজে ভাসছে কুয়েট ক্যাম্পাস। নির্বাচন কমিশনার সুত্রে জানাগেছে, সভাপতি একটি পদে ৩ জন হেভিওয়েট প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করে, সাধারণ সম্পাদক একটি পদে ২ প্রতিদ্বন্দ্বি প্রার্থী কেউ কারো থেকে কম নয়, সহ-সভাপতি দুইটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪ জন, সহ-সাধারণ সম্পাদক একটি পদে প্রার্থী হয়েছেন ৪ জন, সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২, ক্রীড়া, সহিত্য ও সাংষ্কৃুতিক সম্পাদক পদে ২ জন, প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ৩ জন, সহ-প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত,দপ্তর সম্পাদক পদে লড়ছেন ৩ জন, মহিলা বিষয়ক সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এবং কার্যনির্বার্হী সদস্য ৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ৮জন প্রার্থী। প্রধান নির্বাচন কমিশনার এফ এম সাইফুল্লাহ জানিয়েছে, কুয়েট কর্মচারী সমিতির নির্বাচনে এই প্রথম বারের মতো উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করে। কুয়েটের ৩য় ও ৪র্থ শ্রেনীর মোট ৪১৭ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য তাদের পছন্দের নেতা নির্বাচিত করবেন। আগামী ২৫ জানুয়ারী সকাল ৯টা থেকে শুরু করে বিরতিহীন ভাবে বেলা ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে ভোটগণণা শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন আফরোজ আহমেদ ও মোঃ রোকনুজ্জামান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button