নগরীতে ইয়াবা গাঁজা ফেন্সিডিল ও নগদ টাকাসহ ৫মাদক কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টার ঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর ব্লক-বি গ্রীণল্যান্ড আবাসনের আবু তালেব মোল্লার স্ত্রী হাছিনা বেগম(৫০), মুক্তা সড়ক খুলনা শিপইয়ার্ডের শফিকুল ইসলাম বাদলের ছেলে রিয়াজুল ইসলাম রাতুল(২০), পাবলার বাসিন্দা মান্নান সরদারের ছেলে মোঃ লিটন সরদার(৩০), পূর্ব মশিয়ালীর মৃত: নিজাম হাওলাদারের ছেলে শুকুর আলী(৩০), কালীগঞ্জ থানার খড়মী গ্রামের মুনসুর আলী সরদারের ছেলে মোঃ আলমগীর হোসেন(২৩)। এদেরকে বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৩৩২ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা, ৪ বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রয়লব্ধ ২৩,৭৯০ টাকা হিসেবে উদ্ধার করা হয়েছে। এছাড়া বঙ্গবাসীর বাসিন্দা সোলায়মানের ছেলে শরিফুল ইসলাম গাব্বার ওরফে সুলতানকে(২১) মাদক সেবন করার অপরাধে খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ টি মামলা দায়ের করা হয়েছে।