রাত পোহালেই শুরু হচ্ছে খুলনায় মাসব্যাপী বই মেলা
স্টল মালিকদের হস্তক্ষেপে ফেরত গেল ম্যাজিক নৌকা
স্টাফ রিপোর্টার ঃ রাত পোহালেই শুরু হচ্ছে খুলনার ঐতিহ্যবাহী একুশে বই মেলা । এবারও ১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার থেকে মাস ব্যাপী চলবে এ মেলা। খুলনার বয়রাস্থ বিভাগীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত এ মেলা ২৯ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। শতাধীক স্টল তৈরীর কাজে ব্যস্ত সময় পার করছে কারিগররা। মঙ্গলবার বিকেলে এডিসি রাজস্ব মুকুল কুমার মৈত্রের কার্যালয়ে মেলা প্রচার উপ-কমিটির এক সভা এডিসি রাজস্বের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। সভায় মেলার প্রচার বাড়াতে প্রতিদিন বিকেলে নগরীতে মাইকিং করা, প্রতিটি স্কুলে মেলার ব্যাপারে চিঠি প্রেরণ করাসহ নানা সিদ্ধান্ত গৃহীত হয়। পুস্তক প্রকাশ ও বিক্রেতা সমিতির সভাপতি মোঃ আলমগীর বলেন, ঢাকার সাথে সমন্বয় করে একই সময় খুলনায় প্রতি বছর একুশে বই মেলা শুরু হয়। সেভাবে মেলা মাঠ প্রস্তুত করার কাজ চলছে পুরো দমে। গত বছর চার কোটি টাকার বই বিক্রি হয়। এবার আরো বেশী বিক্রি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। স্টল মালিক কেএম তুহিন বাবু বলেন, দু’ দিন আগে স্টল মালিকদের স্টল বুঝে না দিলে কিভাবে উদ্বোধনের আগে ডেকোরেশন শেষ করবো। উপ-পরিচালক স্টল তৈরীর কাজ খুবই ধীর গতিতে করাচ্ছেন। যা মেলার জন্য ভাল নয়। এছাড়া মিটিং-এ যা সিদ্ধান্ত হয়েছে তা তিনি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছেন না। ৯৫ ভাগ বইয়ের স্টল থাকার কথা থাকলেও তা মানা হচ্ছে না। এছাড়া মেলায় ম্যাজিক নৌকা নামের খেলনা আনা হয়েছে। তবে স্টল মালিকদের প্রতিবাদের মুখে উপ-পরিচালক নৌকা সরিয়ে ফেলতে বাধ্য হয়েছেন। তিনি বইয়ের স্টল নিয়ে উৎসাহি না হলেও চানাচুর, কসমেটিক, ফোসকার স্টল নিয়ে বেশী ব্যস্ত সময় পার করছেন। ওই সব স্টল থেকে কয়েকগুণ বেশী টাকা পান উপ-পরিচালক। এ জন্য তিনি বেশী লাভবান হওয়ার জন্য বইয়ের স্টল রেখে অন্য স্টলের দিকে বেশী মনোযোগী হয়েছেন। বয়রাস্থ বিভাগীয় গণগ্রন্থাগারের উপ-পরিচালক হামিদুর রহমান জানান, মেলার স্টল তৈরীর কাজ প্রায় শেষের পথে। মেলা প্রথম দিকে মাইকিং করার সিদ্ধান্ত হয়। এছাড়া প্রচার-প্রচারণা বাড়াতে মেলার ফেইজবুক পেইজ খোলার সিদ্ধান্ত হয়। তিনি আরো জানান, ১ ফেব্রুয়ারী খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আঃ খালেক বই মেলার উদ্বোধন করবেন। মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। শুধু ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা ধুমপান নিষিদ্ধ থাকবে। মঙ্গলবার দুপুরে মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, উপ-পরিচালক নিজ সিদ্ধান্তে বিনোদনের জন্য আনা ম্যাজিক নৌকা ট্রাকে করে ফেরৎ নিয়ে যাচ্ছে সংশ্লিষ্টরা। এতে করে উপ-পরিচালকের বিনা হিসাবের আয়ের একটি বড় খাত হাত ছাড়া হলো বলে স্টল মালিক জ্যোতিসহ আরো অনেকে জানান। তাদের আন্দোলনের কারণে উপ-পরিচালক মেলা মাঠ থেকে ম্যাজিক নৌকা বের করতে বাধ্য হয়েছেন বলে তারা দাবি করেন।