স্থানীয় সংবাদ

খুমেক কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেবে ৫ হাজার পরীক্ষার্থী

সরকারী-বেসরকারী মেডিকেল কলেজে এম.বি.বি.এস কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারী, খুমেকসহ দেশের ১৯ কেন্দ্রে একযোগে হবে এই ভর্তি পরীক্ষা

স্টাফ রিপোর্টার : এবার খুমেক কেন্দ্র ভর্তি পরীক্ষায় অংশ নেবে ৫ হাজার পরিক্ষার্থী ।আগামী ৯ ফেব্রুয়ারী সকাল ১০টায় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে সরকারী ও বেসরকারী মেডিকেল কলেজে এম.বি.বি.এস, কোর্সে ছাত্র-ছাত্রীর ভর্তির জন্য খুলনা মেডিকেল কলেজসহ বাংলাদেশের ১৯টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। খুলনা মেডিকেল কলেজ কেন্দ্রে ৫ হাজার জন পরীক্ষার্থী উক্ত ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করবে। এসব পরীক্ষার্থীদের জন্য খুলনা মেডিকেল কলেজ একাডেমিক ভবনে ২ হাজার ১শ সিট এবং বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ২৯শ সিট থাকবে। পরীক্ষার সময় সকাল ১০টা থেকে ১১টা। সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। আর সাড়ে ৯টায় কেন্দ্রের মূল ফটক বন্ধ হয়ে যাবে। গত ১ ফেব্রুয়ারী খুলনা মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ দীন-উল ইসলাম সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।
আরও জানানো হয়েছে, এমবিবিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত সতর্কবার্তা-নির্দেশনাঃ “এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নাই। পরীক্ষার্থীদের গুজবে বিশ্বাস না করে, প্রতারনার জালে পা না দিয়ে নিবিড়ভাবে পড়াশুনায় মনোনিবেশ করে নিজ যোগ্যতা প্রর্দশনের জন্য উপদেশ দেওয়া যাচ্ছে”। ৯ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৯টায় মধ্যে পরীক্ষা কেন্দ্রে অবশ্যই প্রবেশ করতে হবে এবং ৯টা ৩০ মিনিটে পরীক্ষা কেন্দ্রের মূল ফটক বন্ধ হয়ে যাবে, পরীক্ষা কেন্দ্রের মূল ফটক সকাল ৮টা থেকে খোলা থাকবে। পরীক্ষার হলে মোবাইল ফোন বা ডিজিটাল ডিভাইস, সব ধরনের ক্যালকুলেটর, হাত ঘড়ি বা পকেট ঘড়ি নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার্থীকে বল পয়েন্ট কলম ও উড়হিষড়ধফ করা রঙ্গিন প্রবেশ পত্র এবং এইচএসসি/ সমমান পরীক্ষার মূল জবমরংঃৎধঃরড়হ কার্ড পরীক্ষার হলে অবশ্যই নিয়ে আসতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button