নৈহাটী স্কুলের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : রূপসার নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে স্কুল মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মাদ রবিউল ইসলাম পলাশ। সহকারী প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. আনিসুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা সহকারী নির্বাচন অফিসার মুমতা হেনা তন্নী, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আসাদুজ্জামান শেখ, রূপসা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম এ আজিম, ম্যানেজিং কমিটির সদস্য আজিজা সুলতানা রতœা, শিক্ষক মাওলানা খালিদ সাইফুল্লাহ, মো. আমিরুল ইসলাম, শিক্ষিকা সারমিন সুলতানা মিলি। এছাড়াও উপস্থিত ছিলেন, শিক্ষক মো. সেলিমুজ্জামান, হাফিজুর রহমান, কাকলি গাইন, তৃপ্তি রাণী, শিপ্রা রাণী দাস, সুদর্শন মন্ডল সহ শিক্ষার্থীবৃন্দ।