স্থানীয় সংবাদ

আড়ংঘাটা থানায় পর্ণোগ্রাফি মামলায় আটক ২

অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দুই লক্ষ টাকা দাবী
মোবাইল ছোরা ও স্বর্ণালঙ্কার উদ্ধার

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ নগরীর আড়ংঘাটা থানা পুলিশ পর্নোগ্রাফি মামলায় নারী-পুরুষসহ দুই আসামীকে আটক করেছে থানা পুলিশ। আড়ংঘাটা থানা পুলিশ শুক্রবার বিকালে তাদেরকে তেলিগাতী এবং বুচিতলা এলাকা থেকে মামলার অভিযুক্ত আসামী মো. হাফিজ শেখ (২৯) ও মনিরা বেগম(৩৬)কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে অশ্লিল চিত্র ভিডিও ধারণ করা মোবাইল, একটি স্বর্ণের চেইন, অংকটি এবং স্বর্ণের কানের রিং, একটি ছোরা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আড়ংঘাটা থানায় তিনজনের নামউল্লেখসহ অজ্ঞাতনামার ২/৩জন বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে(মামলা নং-৪ তাং ১৬/২/২৪)। মামলার অভিযোগ সুত্রে জানা গেছে, দৌলতপুর থানা এলাকার মহেশ্বরপাশার মৃত আ. রউফ ফকিরের পুত্র মো.তারিকুল ইসলামের সাথে পুর্ব পরিচয় সুত্র ধরে রিনা বেগম(৩৫) এর বিবাহের জন্য একটি ভালো ছেলের সন্ধানের কথা বলে তাদেরকে গত ১২/১২/ ২৩ তারিখ বিকালে তেলিগাতী পাকার মাথার মনিরা বেগমের ভাড়াবাড়িতে নিয়ে আসে। কথা বলার এক পর্যায়ে বিকাল সাড়ে ৫টার দিকেমো. হাফিজ শেখ ও কালাচান ওরফে কালুসহ অজ্ঞাতনামা আরো ২/৩জন ব্যক্তি মনিরা বেগমের বাসায় আসে। তারা রুমে ঢুকে দেশীয় অস্ত্র দ্বারা প্রাননাশের হুমকি দিয়ে শারিরীক ও মানষিক ভাবে নির্যাতন করে। এক পর্যায়ে আসামীরা দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক রিনা বেগমের স্বর্ণের চেইন, আংকটি, কানের স্বর্ণের কানের রিং, নগদ ৫ হাজার টাকা সহ প্রায ৯২ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয়। পরবর্তিতে আসামীরা ভিকটিমদের পরনের বস্ত্র জোরপূর্বক খুলে শ্লীলতাহানি করে মোবাইলে অশ্লীল ভিডিও চিত্র ও ছবি ধারণ করে। আসামীরা তাদের এ সকল অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দুই লক্ষ টাকা দাবী করে। ভুক্তোভোগীরা টাকা দিতে রাজি হওয়ায় তাদেরকে ছেড়ে দেয়। পরবর্তিতে গত ০৮/০২/২০২৪ তারিখ তিনটি মোবাইল নাম্বার থেকে দুই লক্ষ টাকা না দিলে ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করলে এ বিষয়ে আড়ংঘাটা থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন তারিকুল ইসলাম। আড়ংঘাটা থানা পুলিশ শুক্রবার বিকালে অভিযুক্ত দুই আসামীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল, স্বর্ণালঙ্গার উদ্ধার করে। গতকাল শনিবার তাদেরকে আদালতে প্রেরণ করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই লুৎফুল হায়দার জানায়, আড়ংঘাটা থানায় পর্নোগ্রাফি মামলায় শুক্রবার বিকালে তেলিগাতী পাকার মাথা এবং বুচিতলা থেকে মামলার অভিযুক্ত দুইজন আসামীকে আটক করা হয়েছে। আসামী মনিরা বেগমের হেফাজত থেকে একটি স্বর্ণের চেইন, আংকটি একটি এবং স্বর্ণের রিং কানের দুল একজোড়া উদ্ধার করা হয়েছে এবং আসামী হাফিজের কাছ থেকে একটি ছুরি ও ভিকটিমদের অশ্লীল ভিডিও চিত্র ও ছবি ধারণ করা মোবাইল উদ্ধার করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং তাদের কাছ থেকে পাওয়া আলামতে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মামলার অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button