শাহী জামে মসজিদ কমিটির উদ্যোগে ওয়াজ মাহফিল আজ
স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুর দেয়ানা উত্তরপাড়া হোসেন শাহ্ রোডস্থ শাহী জামে মসজিদ এন্তেজামিয়া কমিটির উদ্যোগে আজ সোমবার (১৯ ফেব্রুয়ারী) বাদ আসর হতে মসজিদ সংলঘœ মাঠে ১ম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। শাহী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ সালমান বিন সালামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে কোরআনা ও হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন খুলনা তারের পুকুরস্থ আল হেরা জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ¦ হাফেজ মাওঃ রিয়াজুল ইসলাম শফিক। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থেকে কোরআনা ও হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন আড়ংঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ হাসিবুল্লাহ মেসবাহ , গাইকুড় নূরানী মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম আলহাজ¦ হাফেজ মাওঃ আব্দুস সবুর খান। মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দৌলতপুর মুহসীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আলহাজ¦ গোলাম আকবর স্যার, ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম রব্বানী টিপু। এছাড়াও উপস্থিত থাকবেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ ইসলাম প্রিয় তৌহিদী জনতা।