লোকারণ্যে পরিনত হয়েছিল বইমেলার ২৪তম দিন

খবর বিজ্ঞপ্তি : আজ ছিল একুশে বইমেলা, খুলনা’র ২৪ তম দিন। দিনটি সরকারি ছুটির দিন হওয়ায় বইমেলা প্রাঙ্গণ লোকারণ্যে পরিনত হয়েছিল। বিকালে বইমেলার মঞ্চে সাংস্কৃতিক আয়োজন শুরু হয় শহিদ শেখ আবু নাসের মাধ্যামিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। পরবর্তীতে সাহিত্য সংগঠন ‘অগ্নিবীণা’র আলোচনা অনুষ্ঠান ও বাচিক শিল্পীবৃন্দের আবৃত্তি অনুষ্ঠান পরিবেশিত হয়। বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট অধ্যাপক আনোয়ারুল কাদির এর সভাপতিত্বে এ পর্বে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার, খুলনার আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য, কে এম পির অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম বিপিএম, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক ও বিশিষ্ট আবৃত্তি শিল্পী ডা. দিদারুল আলম শাহীন, রূপান্তর, খুলনার নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ এবং স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, খুলনা’র উপপরিচালক ও একুশে বইমেলা, খুলনা-২০২৪ এর সদস্য সচিব মোহাম্মদ হামিদুর রহমান। পরবর্তীতে ‘ ক্ষুদে বঙ্গবন্ধু সংসদ ’ এর বাচিক শিল্পীবৃন্দের আবৃত্তি অনুষ্ঠান পরিবেশিত হয়। সান্ধ্যকালীন সাংস্কৃতিক আয়োজনে ছিল পর পর ২ টি সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা। প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ‘ ত্রিকাল সাংস্কৃতিক গোষ্ঠী’র শিল্পীবৃন্দ। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিল ‘ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র শিল্পীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এস এম হুসাইন বিল্লাহ এবং এম. শরীফুদ্দীন টিটো।