সবজিতে স্বস্তি থাকলেও কমেনি মাছ মাংস ও পেয়াঁজের দাম

শেখ ফেরদৌস রহমান : সাম্প্রতিক সময়ে স্বস্তিতে আছে সব ধরনের সবজির বাজার। দাম কমেনি মাছ, মাংস ও পেয়াঁজের বাজারে। এদিকে বাজারে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় চিনি, ডিম এর দাম চড়া যাচ্ছে। এ ছাড়া পেঁয়াজের দাম এখনও সেঞ্চুরিতে আছে। তবে স্থিতিশীল রয়েছে সবজির দাম। গতকাল নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। বাজারে মুরগি ও গরুর মাংসের দাম এখনো চড়া যাচ্ছে। মাছের বাজারও বাড়তি দেখা গেছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি। আর গরুর মাংস ৭০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। লেয়ার মুরগি লাল ৩২০ টাকা, সোনালী মুরগি ২৭০ টাকা। বিক্রি করতে দেখা গেছে। তবে, সবজির দাম কিছুটা কমেছে বলে সাধারণ নি¤œ আয়ের মানুষের একটু স্বস্তি হচ্ছে। সবজি মধ্যে বেগুন ৫০ টাকা কেজি, টমেটো ৪০ টাকা, ফুলকপি ৩৫, পেপে ৪০, লাউ ৬০,কাচামরিচ ৮০, মূলা ৩০, মিষ্টি কুমড়া ৪০, শিম ৪০, বাধাকপি ৩০, শালগম ৪০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা কেজি বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। এ দিকে বাজারে আলুর দাম কমলেও বেড়েছে পেঁয়াজের দাম। আলু বিক্রি হচ্ছে চার কেজি ১০০ টাকায়। এছাড়া সন্ধ্যার পর ভ্যানে করে সবজি আরও কমে পাওয়া যাচ্ছে। মাইকে প্রচার করে বিক্রি করা হচ্ছে। তবে পেঁয়াজের কেজি ১২০ টাকা। ডিম বিক্রি হচ্ছে ১৪৪ টাকা ডজন। পাশাপাশি কমেনি মাছের দামও। টেংরা মাছের কেজি বড় সাইজ ৬৫০ টাকা, পাবদা ৩২০, এদিকে কম দামে পাওয়া যাচ্ছে তেলাপিয়া ২০০ টাকায় আর পাঙাস ১৮০ টাকায়। এছাড়া উৎপাদন করা কই মাছ ৩৫০, ছোট চিংড়ি ৭৫০, ঝাটকা ইলিশ ৬৫০, শিং দেশী ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে অন্য দিনের তুলনায় দাম বাড়তি যাচ্ছে পেঁয়াজের। এ দিকে ব্যবসায়রা বলছে এবছর পেঁয়াজের উৎপাদন কম ও অতিমাত্রায় মজুদ এর কার কারণে দাম সহজে কমছেনা পেঁয়াজের বাজারে । এছাড়া রোজার আগে বাজারে দাম বাড়ে চিনির দাম। এবার দাম কমাতে পণ্যটি আমদানিতে কিছুটা শুল্কছাড় দিয়েছে সরকার। তবে এসব পণ্যের দামে তার কোনো প্রভাব পড়েনি। এখনও এক কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। গত বছর একই সময়ে দাম ছিল ১১০ থেকে ১২০ টাকা। এ বিষয়ে কথা হয় ব্যবসায়ি ইব্রাহিমের সাথে তিনি বলেন, ভোজ্য তেলের দাম কমেছে এর মানে এখনও কার্যকর হয়নি। আগের থেকে কেনা তেল বিক্রি করার পর নতুন ভাবে কম দামে তেল বিক্রি করা হবে। যার প্রভাব পড়তে এখনও প্রায় দুই সপ্তাহ সময় লাগতে পারে । এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের খুলনা বিভাগীয় উপঃ পরিচালক মোঃ সেলিম বলেন, পেঁয়াজের দাম কমছেনা কেন? এ বিষয়ে আমরা আরও গভিরে যাওয়ার চেষ্টা করছি। পাশাপাশি, রমজান মাসের আগে আরও বেশি তৎপরতা যেন না হয় আমরা সেদিক কঠোর নজরদারি করছি। আমরা আমাদের কাজ করছি।