যশোরে জামাই ও তার সহযোগীদের হামলা

শ^শুরসহ কয়েকজন আহত টাকা লুটের ঘটনায় মামলা
যশোর ব্যুরো : জামাই কর্তৃক মেয়েকে মারপিটসহ নির্যাতনের খবর শুনে মেয়ের বাড়িতে যাওয়ায় সন্ত্রাসী জামাই কর্তৃক শ^শুরসহ তার সহযোগীদের উপর আক্রমন ছুরিকাঘাত করে নগদ ৮০ হাজার টাকা কেড়ে নিয়ে অবৈধভাবে আটক করার অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী রাত সাড়ে ১১ টায় মামলাটি করেন যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ২নং বিহারী কলোনীর মৃত আজিবার দফাদারের ছেলে গোলাম আলী। মামলায় আসামী করেন, জামাই যশোর সদর উপজেলার ১৩ নং কচুয়া ইউনিয়নের ঘোপ(রসুনকাঠি) গ্রামের হাকিম মোল্যার ছেলে মিঠু, মেয়ের ননদ মোছাঃ কহিনুর বেগম, মেয়ের শ^াশুরী রোকেয়া বেগম, একই গ্রামের ফারুক হোসেন। মামলায় বাদি উল্লেখ করেন, বাদি একজন গরু ব্যবসায়ী। তার মেয়ে নূরজাহান বেগম (২৫)কে মিঠুর সাথে বিগত ২০১৮ সালে বিয়ে দেয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় মিঠু কারনে অকারনে বাদির মেয়েকে অহেতুক মারপিট করতে থাকে। বাদি বিভিন্ন সময় পারিবারিকভাবে বিষয়গুলোর মিমাংসা করে দেই। গত ২৪ ফেব্রুয়ারী বিকেল ৩ টায় সাংসারিক বিষয়কে কেন্দ্র কওে মোছাঃ কাহিনুর বেগম ও রোকেয়া বেগমের ইন্দনে ও কু-পরামর্শে মিঠু বাদির মেয়েকে সাংসারিক খুটিনাটি বিষয়কে কেন্দ্র করে মারপিট করে আহত করে। বাদির মেয়ে মোবাইলে তাকে জানালে তিনি তার সহযোগী লোকজন নিয়ে জামাইয়ের বাড়িতে হাজির হলে তার মেয়েকে মারপিটের কারন জিজ্ঞাসাবাদ করলে সেখানে থাকা সকল আসামীরা বাদির সাথে তর্ক বির্তকের এক পর্যায় মিঠু বাদিকে ছুরিকাঘাত করে। এতে বাদির কপাল কেটে রক্তাক্ত জখম হয়। বাদি মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে ফারুক হোসেন বাদির বুক পকেটে থাকা গরু বিক্রির নগদ ৮০ হাজার টাকা বাদিকে ও তার সহযোগীদেও তাদের বাড়িতে অবৈধভাবে আটক করে রাখে। তখন বাদির ডাক চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা বাদি ও তার সহযোগীদের খুন জখমের হুমকী প্রদান করে। বাদি তার সহযোগীদের সহায়তায় তার মেয়েকে নিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে বিষয়টি পারিবারিকভাবে আলোচনা করে থানায় মামলা করেন। এ রিপোর্ট লেখা পর্যায় পুলিশ এজাহার নামীয় কাউকে গ্রেফতার করতে পারেনি। বাদি ও তার পরিবার চরমভাবে শংকিত আসামীদের আচারনে।