স্থানীয় সংবাদ

যশোরে আকাশ হত্যা মামলায় অনি ও ছোট আকাশের আদালতে জবানবন্দি

যশোর ব্যুরো : যশোর শহরের শংকরপুর ইসাহক সড়কের (পশ্চিমপাড়া) এলাকার আজিম হোসেন ওরফে আকাশ (২১) হত্যাকান্ডের বর্ণনা দিয়েছেন গ্রেফতারকৃত শংকরপুর গ্রামের আলতাফ হোসেন ওরফে আলতুর ছেলে অনিক হাসান ওরফে অনি ও একই এলাকার আব্দুল খালেকের ছেলে আব্দুল আলিম ওরফে ছোট আকাশ। শুক্রবার ১ মার্চ বিকেলে যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অবন্তিকা রায়ের আদালতে তারা স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারী নিহত আকাশের মাতা মোছাঃ ফরিদা খাতুন বাদি হযে ১২ জনের নাম উল্লেখ করে কোতয়ালি থানায় ছেলে হত্যা মামলা দায়ের করেন। মামলায় পিবিআই একটি চৌকসটিম ছায়া তদন্তে নেমে এই হত্যাকান্ডের সাথে জড়িত যশোর শহরের শংকরপুর রায়পাড়ার আব্দুল খালেকের ছেলে আব্দুল হাকিম ওরফে সাগর, একই এলাকার আব্দুল খালেকের ছেলে আব্দুল আলিম ওরফে ছোট আকাশ ও আলতাফ হোসেন ওরফে আলতুর ছেলে অনিক হাসান ওরফে অনিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় আব্দুল হাকিম ওরফে সাগর জবানবন্দি প্রদান করেন। শুক্রবার আরো দু’জন আদালতে স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করলেন। এখন পুলিশের হাতে ধরা পড়ার অপেক্ষায় রয়েছেন, ওই এলাকার ঘেনুর ছেলে সোহান, মেসিয়ার খোকনের ছেলে সাব্বির ওরফে গো-েন সাব্বির, হাকিম শেখ এর ছেলে সিরাজুল ইসলাম, হারুনের ছেলে মামুন, রায়পাড়ার নজর আলীর ছেলে সোহেল, জালালের ছেলে ইয়াছিন, নুরুর ছেলে রাহুল, বাচ্চুর ছেলে নয়ন ও রমজান ওরফে ছোট রমজান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button