নতুনতারা’র সাইফুর মিনা কেডিএস’র সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত
খবর বিজ্ঞপ্তি :আন্তর্জাতিক সাহিত্য সংগঠন, মানবতার বন্ধু, কবি সাহিত্যিক, সম্পাদক ও প্রকাশক সাইফুর মিনা দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস)-এর ২০২৪-২৫ মেয়াদে কেন্দ্রীয় কমিটির এক নম্বর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৮ মার্চ ২০২৪ বিকাল শুক্রবার ৫টা খুলনা মহানগরীর জাফরান রেস্টুরেন্টে এক বিশাল জাঁকজমকপূর্ণ পরিবেশে কেডিএস-এর সভা অনুষ্ঠিত হয়। আলহাজ্ব আব্দুস সালাম শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব গভর্নর বেগ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক এ বি এম আদেল মুকুল, তাসরিনা বেগম, আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন সিকদার, নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পাঁচ সদস্যের নির্বাচক প্যানেল আগামী দুই বছরের জন্য ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট সামাজিক নেতা কাজী বেলাল সাঈদ। প্রায় দুই শতাধিক সদস্যের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় চেয়ারম্যান নির্বাচিত হন আলহাজ্ব আব্দুস সালাম শিমুল এবং কেন্দ্রীয় মহাসচিব নির্বাচিত হন অধ্যাপক এ বি এম আদেল মুকুল। নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা কেডিএস-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা কেডিএস-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন মৌচাক সাহিত্য সাংস্কৃতিক সংস্থা’র প্রতিষ্ঠাতা পঞ্চানন মল্লিক, আমাদের কথা সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ সাঈদা পারভীন, স্বর্ণপদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক ও প্রকাশক অশোক ধর, দৈনিক দক্ষিণ বাংলা সম্পাদক ও প্রকাশক কবি গবেষক নরেন্দ্র মোদী, মাসিক নতুনতারা প্রধান সম্পাদক সৈয়দা হেনা বেগম, নতুনতারা মহিলা পরিষদ-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরিফা ইসলাম, খুলনা মঞ্চের প্রতিষ্ঠাতা অ্যাড. মেহেদী ইনছার, ময়ুরী নাট্য জোট পরিচালক মোহাম্মদ শামীম মিয়া, খুলনা ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মঈনুল হোসেন প্রমুখ।