স্থানীয় সংবাদ

গরীব রোগীর সরকারী আর্থিক সহায়তার আবেদনের ফরম ছিঁড়ে ফেলে দিল নার্স ইনচার্য চম্পা

আবু নাসের হাসপাতাল পরিচালক ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কাছে লিখিত অভিযোগ

স্টাফ রিপোর্টার : খুলনা শহীদ শেখ আবু নাসের হাসপাতালের কেবিন বিভাগের নার্স ইনচার্জ চম্পা খাতুনের বিরুদ্ধে চিকিৎসাধীন অসহায় এক হতদারিদ্র এক রুগীর আর্থিক সাহায্যের জন্য পূরণকৃত সমাজসেবা অধিদপ্তরের আবেদন ফরম ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এঘটনায় ১২ ই মার্চ (মঙ্গলবার) শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডাঃ শেখ আবু শাহীনের নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন মো: রায়হান মোল্লা নামের ভুক্তভোগী রোগীর স্বজন। অভিযোগ সূত্রে জানা যায়, খুলনা ফুলতলা উপজেলার পায়গ্রাম কসবা গ্রামের সৈয়দ আজহার আলীর ছেলে সৈয়দ সাইফুল ইসলাম দীর্ঘদিন যাবৎ কিডনিসহ জটিল রোগে ভুগছে। তিনি পেশায় অবসরপ্রাপ্ত একজন শ্রমিক। তিনি আবু নাসের হাসপাতালের ৫ম তলায় অবস্থিত নেফ্রোলজি বিভাগের ৫০৩নং কেবিনে চিকিৎসাধীন ছিলেন। মুলতঃ তার শরিরে নিয়মিত ডালাইসিস প্রয়োজন বিধায় শহীদ শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করছিলেন। পাশাপাশি দীর্ঘদিন যাবৎ অসুস্থ্যতার কারণে তার আর্থিক অবস্থা খারাপ থাকায় চিকিৎসাধিন অবস্থায় আবুনাসের হাসপাতালের নিচতলার সমাজ সেবা অধিদপ্তরে আর্থিক সহায়তার জন্য একটি আবেদন ফরম নিয়ে পূরণ করা হয়। তবে, সেই ফরম পূরণের পর স্বাক্ষর জন্য ২-৩ দিন যাবৎ নানা টালবাহানা করে। এছাড়া আর্থিক আবেদন ফরমটিতে রেজিস্টার ঘরে স্বাক্ষর করা হয়। বাকী দুটি স্বাক্ষরের জন্য ফরমটি হাসপাতালের নিয়ম অনুযায়ী কেবিন ইনচার্জ চম্পা খাতুনের নিকট দেওয়া হলে তিনি ক্ষুব্ধ হয়ে সেই সরকারী সমাজ সেবার আবেদন ফরমটি ছিঁড়ে ফেলে তার হেফাজতে রেখে দেন। এমনকি আমাকে আবেদনের ছেঁড়া অংশটুকু আর ফেরৎ দেয়নি। এছাড়া তিনি চিৎকার করে বলে কেবিনের চিকিৎসাধিন রুগীরা কোন আর্থিক সহায়তা পায় না। ছিঁড়ে ফেলার কারন জানতে চাইলে তিনি বলেন, আমার স্বাক্ষরের অনেক দাম, তাই ছিঁড়ে ফেলেছি। তিনি প্রায় সময় রোগি সাথে এমন আচরণ করেন বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে অভিযুক্ত কেবিন ইনচার্জ নার্স চম্পা খাতুন বলেন, হাসপাতালের পরিচালক ও আরএমও স্যারের নির্দেশ ছিল যে কেবিনে চিকিৎসাধিন কোন রোগীকে আর্থিক সহায়তার করা যাবেনা। যেকারণে আমার স্বাক্ষর করা অংশ টুকু ছিঁড়ে ফেলেছি। তবে পরবর্তিতে আমি আরও দশটি আবেদন ফরম দিতে চাইলেও তারা আর গ্রহণ করেনি। এ বিষয়ে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডাঃ শেখ আবু শাহীন বলেন, কেবিনে চিকিৎসাধিন কোন রোগীরা হাসপাতাল সমাজ-সেবা দপ্তর থেকে কোন আর্থিক সহায়তা পাবে না। এমন কোন নীতিমালা নেই। তবে আমাদের হাসপাতাল সমাজ সেবা কর্তৃক আবেদন ফরম ছিঁড়ে ফেলা কাম্য নয়। এটা কোন দায়িত্বরত কর্মকর্তা করতে পারে না। আমরা ভুক্তভোগী রোগীর একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযত ব্যবস্থা নিব।এ বিষয়ে শহীদ শেখ আবু নাসের হাসপাতাল সমাজ সেবায় দায়িত্বরত কমকর্তা মোঃ জাকির বলেন, কেবিনে চিকিৎসা নিলে যে কোন গরীব রোগীরা আর্থিক সহায়তা পাবে না। এমন কোন কথা নেই। এটি সম্পুর্ন একটি মনগড়া কথা। নিয়ম অনুযায়ী অসাহায় গরীব রোগীরা অবশ্যই আর্থিক সহায়তা পাবেন। এ বিষয়ে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পাঃ মনজুরুল মুরশিদ বলেন, একটি রিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button