কেইউজে’র নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) কার্যনির্বাহী পরিষদের এক জরুরী সভা ১৬ মার্চ শনিবার বেলা ১১টায় ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফারুক আহমেদ সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ। আলোচনা শেষে আজ ১৭ মার্চ-২৪ তারিখ জাতীর পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন উপলক্ষে সকাল ১১টায় খুলনা প্রেসক্লাব চত্বরে জাতীর পিতার ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলী নিবেদন এবং এর পরেই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আগামী ২৬ মার্চ-২৪ স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ দিবাগত রাত ১২-০১ মি: গল্লামারী বদ্ধভূমিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১১টায় আলোচনা সভা। সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান হয়েছে। সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম।