বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

কেডিএর উদ্যোগে
খবর বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সূর্যদয়ের সাথে সাথে কেডিএ ভবনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮:৩০ ঘটিকায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম, এএফডব্লিউসি, পিএসসি এর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণে অংশগ্রহণ করেন কর্তৃপক্ষের সার্বক্ষণিক সদস্যবৃন্দ, সচিব, প্রধান প্রকৌশলী, পরিচালক (এস্টেট)সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সকাল ১০টায় কেডিএ মিলনায়তনে সকল কর্মকর্তা/কর্মচারীদের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ এর জাতীয় অনুষ্ঠান বিটিভির সহায়তায় সরাসরি অবলোকন করা হয়। বাদ জুম্মা কেডিএ জামে মসজিদে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। রাতে অফিস ভবন আলোকসজ্জায় সজ্জিত করা হয় ।