স্থানীয় সংবাদ

দৌলতপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন

দিবসটিকে ঘিরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয়েছে নানা কর্মসূচি

স্টাফ রিপোর্টার ঃ হাজার বছরের শ্রেষ্ট বাঙালী, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী, একই সাথে সারাদেশে দিনটি জাতীয় শিশু-কিশোর দিবস হিসাবে উদ্যাপিত হয়েছে। স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ট বাঙালী, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। দিবসটিকে ঘিরে রবিবার (১৭ মার্চ) নগরীর দৌলতপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচি পালিত হয়েছে।
দৌলতপুর কলেজ (দিবা-নৈশ) ঃ দিবসটিতে কর্মসূচির অংশ হিসাবে সকালে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এএসএম আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপধাক্ষ্য মো.সদরুজ্জামান। উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন সিনিয়র শিক্ষক অধ্যাঃ রফিকুল ইসলাম, তাপস কুমার রায়, রুখসানা খানম, পাপিয়া আক্তার, সাবিনা রওশন, ইরফাত আরা, গাজী মোজাম্মেল হোসেন, মাসুদ খন্দকার, উজ্জ্¦ল কুমার সাহা, রেজওয়ানা হক, ছাত্র প্রতিনিধি মামুনুর রহমান, শান্ত ইসলাম, ইব্রাহিম বন্দ, আবু তালেব বন্দ, রানা বন্দসহ কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয় ঃ দিবসটিতে কর্মসূচির অংশ হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, চিত্রাঙ্গন, কুইজ প্রতিযোগীতা, উপস্থিত বক্তৃতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম জোয়াদ্দারের সভাপতিত্বে, সহকারী শিক্ষক ফিরোজা খানম ও মাসুম বিল্লাহের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কানাই লাল বসাক, আশীষ কুমার সরকার, মোস্তফা ফিরোজ আহমেদ, রীতেশ বিশ্বাস, হাসরাত শারমিন হাসি, আনোয়ার হোসেন, জিনিয়া শারমিন, শাহনাজ মাহমুদসহ কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওঃ আবুল কালাম আজাদী,
মুহসীন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ঃ দিবসটিতে কর্মসূচির অংশ হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, বিভিন্ন প্রতিযোগীতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরনী ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে¡ ও সহকারী শিক্ষক কার্তিক চন্দ্র মন্ডল পরিচালনা সভায় প্রধান অতিথি ছিলেন ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শেখ মফিজুর রহমান হিরু। বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী মিনা জিল্লুর রহমান, শেখ মোঃ আবুল হোসেন, এ.এফ.এম আশরাফুল আলম, মোল্লা গোলাম কিবরিয়া, শেখ মোখলেছুর রহমান, শরিফা আক্তার। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. কামাল হুসাইন।
দেয়ানা মাধ্যমিক বিদ্যালয় ঃ দিবসটিতে কর্মসূচির অংশ হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, চিত্রাঙ্গন, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগীতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরনী ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ যোবায়ের হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ¦ সুলতানা সিরাজ, বিদ্যেৎসাহী সদস্য এড. মোফাজ্জেল আলম বন্দ, অভিভাবক সদস্য মো. জাহিদুল শেখ, মো. মনিরুল ইসলাম, এস এম মঈনুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, ফাহমিদা ইয়াসমিন, শিক্ষক প্রতিনিধি মোহাম্মাদ বাকিউল আযম, নমিতা রায়, শিউলী রায়সহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ।
আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ঃ দিবসটিতে কর্মসূচির অংশ হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, বিভিন্ন প্রতিযোগীতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরনী ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খন্দকার আঃ হালিমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মনিরুল ইসলাম তরফদার, ম্যানেজিং কমিটির সদস্য মো. মনিরুল ইসলাম, মো. আহসান আহমেদসহ শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মহেশ্বরপাশা কৃষ্ণমোহন উচ্চ বিদ্যালয় ঃ দিবসটিতে কর্মসূচির অংশ হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, বিভিন্ন প্রতিযোগীতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দাউদ-অর-রশিদ শাওনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফারহানা আফরোজ খান মিতুলের পরিচালনায় সভায় উপস্থিত সহকারী শিক্ষক এস.এম মোস্তাফিজুর রহমান, মোঃ নাসির উদ্দিন, মাহবুব আক্তার জাহান, অজ্ঞনা সাহা, শিউলি আক্তার, আতিয়া চৌধুরী লিমা, মোঃ হুমায়ূন কবির, স্মৃতি রানী শীল, তাপশ বর্মণ, ইষি, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ। মধ্যডাঙ্গা আর্দশ মাধ্যমিক বিদ্যালয় ঃ দিবসটিতে কর্মসূচির অংশ হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যাদান, চিত্রাঙ্গন, উপস্থিত বক্তৃতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক মোঃ কাওসার মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থীবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button