তালায় পাঁচ বছরের শিশুকন্যা ধর্ষণের শিকার

তালা প্রতিনিধি ঃ পাকা কলার খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তালায় পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করেছে ভীম সানা (৬৫) নামে এক বৃদ্ধ। সোমবার (১৮মার্চ) সকালে উপজেলার খলিষখালী ইউনিয়নের বিশেষকাটি (গাছা) গ্রামেপৈশাচিক ঘটনাটি ঘটে। ধর্ষক ভীম সানা একই এলাকার বাসিন্দা এবং শিশুটির গ্রাম প্রতিবেশি দাদু। নির্যাতনের শিকার শিশুর পিতা জানান, সোমবার সকাল ৯ টার দিকে তিনি বাড়ি থেকে ইঞ্জিনভ্যান চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। ওই সময় তার শিশুকন্যাটি বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পরে বাড়ির পাশের প্রতিবেশি দাদু ভীম সানা (৬৫) পাকা কলার খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে ডেকে নিয়ে তার বাড়িতে যায়। এরপর সুযোগ বুঝে তাকে ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্তায় মেয়ে বাড়িতে এসে ঘটনাটি তার স্ত্রীকে জানায়। তাৎক্ষনিকভাবে মেয়েকে স্থানীয় পল্লী চিকিৎসক হরিশ মন্ডল’র মাধ্যমে প্রাথমিক চিকিৎসা করানো হয়। পরে সন্ধ্যার দিকে অবস্থার অবনতি হলে মেয়েকে সাতক্ষীরা সদর হসপিটালে ভর্তি করা হয়। এবিষয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য পংকজ রায় বলেন, ধর্ষণের ঘটনাটি শুনেছি। তবে ভুক্তভোগী ও ধর্ষক পরস্পর আত্মীয় হওয়ায় বিষয়টি ধামাচাঁপা দেয়ার চেষ্টা চলছে। এব্যপারে তালার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ঘটনাটি শুনেছি। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।