প্রেমিকার বিয়ে দেখে প্রেমিকের আত্মহত্যা

পাটকেলঘাটা প্রতিনিধি ঃ মাত্র ৪ দিন আগে প্রেমিকা অথৈ কে নিয়ে পালিয়ে আসেন বাড়িতে প্রেমিক জয়ন্ত মন্ডল( ২২)। পরে মেয়ের পরিবারের লোকজন জয়ন্ত মন্ডলের বাড়িতে এসে অথৈকে জোর করে নিয়ে যায়। শনিবার সকালে প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় রাতে গলায় রশি দিয়ে আন্তহত্যা করেছেন। রবিবার সকালে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পাটকেলঘাটা থানা পুলিশ। ঘটনাটি পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের কাপাশডাঙ্গা গ্রামে এবং আত্মহত্যাকারী হলো গোপাল মন্ডলের পুত্র জয়ন্ত মন্ডল। স্থানীয়রা জানান, জয়ন্ত মন্ডল একটি ধান চালের মিলে কাজ করতেন। কয়েক মাস আগে মুঠো ফোনে মাগুরা জেলার অথৈই নামে এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। চারদিন আগে প্রেমিকাকে বিয়ে করার জন্য গোপনে বাড়িতে নিয়ে আসে জয়ন্ত মন্ডল। পরের দিন অথৈর পরিবার খবর পেয়ে জয়ন্তের বাড়িতে এসে নিয়ে যায় অথৈকে। শনিবার জয়ন্ত খবর পায় তার প্রেমিকাকে অন্যত্র বিয়ে হয়ে যাচ্ছে। রাতে জয়ন্ত মন্ডল নিজ ঘরের আড়ার সাথে রশি দিয়ে আত্মহত্যা করে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্পব কুমার নাথ জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং সুরতাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।