স্ত্রী হত্যা মামলায় তারেক বিশ্বাস গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ খুলনায় স্ত্রী হত্যা মামলায় আবাসন ব্যবসায়ী তারেক বিশ্বাস গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে নগরীর আড়ংঘাটা থানার তার নিউ বিশ্বাস প্রোপার্টিজের অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই কোম্পানির স্বত্তাধিকারী। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার তারেক বিশ্বাস খুলনা জেলা আওয়ামী লীগ নেতা ও আবাসন ব্যবসায়ী আজগর বিশ্বাস তারা ওরফে তারা বিশ্বাসের ছোট ভাই। পুলিশ জানায়, গত ২৪ মার্চ গুরুতর আহত অবস্থায় তারেক বিশ্বাসের দ্বিতীয় স্ত্রী মাহমুদা আক্তার মিলিকে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ২৬ মার্চ রাতে মিলির মা সেলিনা বেগম বাদি হয়ে তারেক বিশ্বাসসহ ৩ জনের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও হরিণটানা থানার এস আই রফিকুল ইসলাম জানান, মামলা দায়েরের দুই ঘণ্টার মধ্যে তারেক বিশ^াসকে তার আবাসন ব্যবসার অফিস থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতে উপস্থাপন করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার ওপর আসামি তারেক বিশ্বাসের প্রথম স্ত্রী নাসিমা বেগম ও জনৈক বেল্লাল পলাতক রয়েছেন।