দৌলতপুরে ব্যবসায়ীর দোকানে দুর্বৃত্তদের হামলা

স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুর বাস্টষ্ট্যান্ড চত্বরে বুধবার (২৭ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে দৌলতপুর আঞ্জুমান রোড এলাকার বাসিন্দা ব্যবসায়ী মো.গোলাম কিবরিয়ার চায়ের দোকানটি ভাংচুরসহ ক্যাশে রাখা নগদ টাকা ও সিগারেট লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ওই ঘটনা জানতে পেরে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন দৌলতপুর থানা পুলিশ এবং ভুক্তভোগীদের আইনগত সহয়তা প্রদান আশ^াস প্রদান করেন।
দোকান ভাংচুরের শিকার ভুক্তভোগী দোকান মালিক ব্যবসায়ী মো. গোলাম কিবরিয়া জানান, পাবলা খাঁ পাড়া এলাকার আমিন ও তার ভাই শামিম, পদ্মা রবিউলসহ আরো ৫/৭জন হামলাকারী সেইফ এন্ড সেইভ (বর্তমান মনা) এর সামনে চটপটি বিক্রেতা রনির উপর হামলা চালায়। রনি প্রাণে বাঁচার তাগিদে আমার দোকানের মধ্যে ঢুকে। ওই সময় হামলাকারীরা রনিকে লোহার রড ও কাঠের বাতা দ্বারা এলোপাতাড়ী মারতে থাকে। একই সঙ্গে আমার দোকান ভাংচুর করে। আমার ক্যাশে থাকা নগদ অর্থ ও ঈদের জন্য আনা ব্যান্ডের সিগারেটের কার্টুন নিয়ে গেছে। এই ঘটনায় আমি হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন মাতুব্বর জানান, ভুক্তভোগীদের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া ইতোমধ্যে ভুক্তভোগীদের স্বীকারোক্তির ভিত্তিতে ওই ঘটনায় জড়িত হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।