দৌলতপুর এটিআই’এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার ঃ দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজনে গতকাল রবিবার ১০ টায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন করা হয়। দিবসটি পালন উপলক্ষে শহিত মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন আলোচনা সভা,শিক্ষার্থীদের অংশ গ্রহনে ফুটবল ও ক্রিকেট খেলা অনুষ্টিত হয়,দেশের গান, পুরুস্কার বিতরনী ও দোয়া মাহফিলসহ নানা কর্মসুচি পালন করা হয়। সভাপতিত্ব করেন দৌলতপুর এটিআই এর অধ্যক্ষ কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম। যৌথ সঞ্চলনায় ছিলেন কৃষিবিদ মেহেদী হাসান খান ও কৃষিবিদ তাসমিনা হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ মোছা: রীনা খাতুন, কৃষিবিদ নাহিদা ইসলাম, কৃষিবিদ জেসমিন ফেরদৌস,কৃষিবিদ রবিউল ইসলাম, কৃষিবিদ কৃষ্ণা রানী সরকার ,কৃষিবিদ মাকসুদুন্নবী, নুসরাত জাহান,কৃষিবিদ সাহরিন শারমিন স্নিগ্ধা, কৃষিবিদ দেবানন্দ বিশ্বাস, কৃষিবিদ সুমন সরকার, কে এম এনায়েত কবির, উপ-সহকারী প্রশিক্ষক প্রভাত রায়,পাপিয়া সুলতানা, এম এ মাহাতাব হোসেন,লাইব্রেরিয়ান নাসরিন সুলতানা,রেজাউল করিম, মোঃ হাসিবুর রহমান,আসাদুজ্জামান নান্টু,আসাদুল ইসলাম,আব্দুল মান্নান প্রমুখ। এ সময় উপস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সকল কর্মকর্তা,শিক্ষার্থীবৃন্দ ও কর্মচারী বৃন্দ।