খুলনা মেট্রোপলিটন সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির ইফতার মাহফিল

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মেট্রোপলিটন সাংবাদিক বহুমখী সমবায় সমিতি এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ নগরীর ক্যান্টন চাইনিজ রেস্টুরেন্টে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মোঃ আনিসুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোঃ এরশাদ আলী, সাধারণ সম্পাদক এহতেশামুল হক শাওন, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য রফিউল ইসলাম টুটুল ও মুহাম্মদ নুরুজ্জামান, সাবেক নির্বাহী সদস্য আব্দুল খালেক আজীজী ও মোঃ আবুল হাসান, সদস্য রফিকুল ইসলাম, হারুন অর রশীদ, মোঃ ফোরকান আলী প্রিন্স, মোঃ আমিরুল ইসলাম, মোঃ আতাহার হোসেন জোয়ারদার, সাইফুল্লাহ বাবু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নূরুল ইমাম খান মিঠু, কে এম জিয়াউস সাদাত, ইউসুফ আলী, ডিএম রেজা সোহাগ, সাইফুল ইসলাম বাবলু, আহমদ মুসা রঞ্জু, শেখ শামসুদ্দিন দোহা, রকিবুল ইসলাম মতি, বশির হোসেন, সাইফুল্লাহ তারেক, সেলিম গাজী প্রমুখ। পরে বিশ^ ও দেশবাসীর সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।