নগরীতে ৯শ’ গ্রাম গাঁজাসহ ৬মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে। নগরীর খানজাহান আলী স্কুল গলি বালির মাঠের মোঃ মনিরুজ্জামানের ছেলে মোঃ মুশফিকুর রহমান(২০), সোনাডাঙ্গা ১ম আবাসিকের নজরুল ইসলামের ছেলে ফয়সাল আরমান সুপ্ত(২৬), বান্দাবাজার পাকার মাথার এনায়েত হোসেনের মেয়ে মোসাঃ মুক্তা আক্তার(২০), ২৮ নয়াবাটি রেল ক্রস রোডের মৃত: শাহাদাত মোল্লার ছেলে রফিকুল ইসলাম(২৯), মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়ার রুবেল হিরার ছেলে ইমন হিরা(১৯), খানজাহান আলীর পারিয়ারডাঙ্গার আনছার বিশ্বাসের ছেলে মোঃ আকরাম বিশ্বাস(৪৬)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৯০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।