সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধিনে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে : ভিপি নুর

জেলা ও মহানগর গণঅধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার ঃ এই দেশ এবং এই দেশের মানুষ ভারতীয় তাবেদারদের হাতে নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে। এই জালিমের পতন ঘটিয়ে জুলুমের অবসন ঘটিয়ে আল্লাহ পাক যেন এই রমজানের উছিলায় এ দেশের মানুষের মুক্তির ফয়সালা করে দেয়। গত ১৫ বছরে আওয়ামীলীগ জাহেলিয়াতের শাসন ব্যবস্থা চলছে। এই শাসন ব্যবস্থায় যারা ভিন্নমতের রাজনীতি করছে কিংবা ভিন্নমত পোষণ করছে তাদেরকেও ক্ষমা করছে না। গত ৩টি নির্বাচনে আমাদের পাশ্ববর্তী দেশ ভারত নগ্নভাবে এই দেশের জনগণের বিরুদ্ধে আওয়ামীলীগকে সমর্থন করেছে। সেই ভারতের শাসক গোষ্ঠী জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ইতি মধ্যে সামাজিক জনবান্ধব থেকে শুরু করে রাজনৈতিক মহল সর্বমহল স্বতঃস্ফূর্ত ভাবে ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন গড়ে তুলতে হবে। দ্রব্যমূল্য উর্দ্বগতির কারনে নিন্ম আয়ের মানুষগুলো আজ দিশে হারা হয়ে পড়েছে। পাড়া-মহল্লা থেকে এই আওয়ামীলীগকে বর্জন করতে হবে। সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধিনে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। ছাত্র, যুবক ও তরুনদেরকে এই ফ্যাসিবাদের পতনে রাজপথে নামতে হবে এবং আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিতে হবে। বুধবার (৩ এপ্রিল) বিকেল ৪ টায় খুলনা প্রেসক্লাব লিয়াকত আলী মিলনায়তনে গণঅধিকার পরিষদ, খুলনা জেলা ও মহানগর শাখার ইফতার ও দোয়া মাহফিলে গণঅধিকার পরিষদের সাবেক ভিপি (ডাকসু) ও সভাপতি নুরুল হক নুর প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি মো. বিল্লাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন, কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন, খুলনা মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন, কেন্দ্রীয় কমিটির গণঅধিকার এর মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খালিদ হোসেন, গণ অধিকার এর উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম, মানবাধিকার বিষয়ক সহ সম্পাদক ফাতেমাতুজ জহরা রেসা, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) মহানগর সভাপতি লোকমান হাকিম, খুলনা মহানগর নাগরিক ঐক্য’র সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, খুলনা জেলা গণ সংহতি আন্দোলনের আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, সদস্য সচিব কামরুজ্জামান টুকু সহ কেন্দ্রীয় কমিটির অন্যন্য নেতৃবৃন্দ। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি জি এম আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব হাওলাদার, খুলনা মহানগর গণ অধিকার এর সাধারণ সম্পাদক এসকে রাসেদ, জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক এস এম মাজেদুল ইসলাম মুন্না, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক ফারহাদ হোসেন রাজ প্রমুখ।