দিঘলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী কেশবপুর থেকে আটক

দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী কেশবপুর থেকে আটক। থানা পুলিশ সুএে জানা যায় গতকাল ৪ ই এপ্রিল ভোর রাতে দিঘলিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি বাবুল আক্তারের দিকনির্দেশনায় এসআই নিপুন, এসআই জাহিদ, এসআই সাধন সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কেশবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তৌহিদুল মুন্সি ( ৩৮) নামে একজন কে আটক করে। এ বিষয়ে দিঘলিয়া থানা পুলিশের ওসি বাবুল আক্তার জানান আসামি দিঘলিয়ার বারাকপুর লাখওয়াটি এলাকার মো: হামিদ মুন্সির পুত্র তৌহিদুল মুন্সি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী তার নামে দিঘলিয়া থানায় জি আর ১০৪/৭ মামলা রয়েছে। ২০০৭ সাল থেকে তৌহিদুল মুন্সি আত্মগোপনে ছিলো। এছাড়াও তার নামে আরো একটি মামলা রয়েছে বলে জানান। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া থানা পুলিশ জানতে পারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হামিদ মুন্সির পুএ তৌহিদুল মুন্সি (৩৮) যশোর জেলার কেশবপুর থানা এলাকায় পালিয়ে রয়েছে এবং ওসি বাবুল আক্তার এর দিকনির্দেশনায় তাকে কেশবপুর এলাকা থেকে আটক করা হয়।