স্থানীয় সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে : জেড এ মাহমুদ ডন

খবর বিজ্ঞপ্তি : সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে কেসিসির ২৪নং ওয়ার্ড কাউন্সিলর জে এ মাহমুদ ডন বলেছেন, দারিদ্রতা দুরকরতে হলে সকলকে মিলেমিশে কাজ করিতে হবে। শুক্রবার (৫ এপ্রিল) বাদ জুম্মা নগরীর জাতিসংঘ শিশুপার্কে বন্ধুমহল সাতরাস্তা মোড়, খুলনার উদ্যোগে স্বেচ্ছাসেবি সংগঠন “বিদায় বেলা”কে কাফনের কাপড় ও তিন শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারকে ঈদ খাদ্যসামগ্রী চাল, চিনি,দুধ, তেলসহ বিভিন্ন দ্রব্যাদি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি শাহিনুল ইসলাম মোল্ল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, নাসিবের সভাপতি ইফতেখার আলী, দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন, মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামাল পপলু, দৈনিক কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে, এস এ টেলিভিশনের খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, সাংবাদিক সোহাগ দেওয়ান, মাই টিভির খুলনা প্রতিনিধি শিশির রঞ্জন, ব্যবসায়ী নাজমুল ইসলাম মোল্লা, ব্যবসায়ী কাজী সাগর, ব্যবসায়ী শাহজাহান শেখ, শফিকুল ইসলাম অনিক, সাংবাদিক আউয়াল শেখ, সাংবাদিক নুর হাসান জনি, আলী পাকবাজ জুয়েল, লিটন শেখ, আব্দুর রহমান শাওন, মনিরুল ইসলাম মনি, আহনাফ অর্পণ, জিয়াউর রহমান জিয়া অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button