স্থানীয় সংবাদ

ঈদে সুন্দরবনে ‘রেড অ্যালার্ট’ জারি বনকর্মীদের ছুটি বাতিল

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের আওতাধীন এলাকায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রেড এ্যালাট জারি করা হয়েছে। যাতে করে অসাধু চক্র সুন্দরবনের সম্পদ লুন্ঠন করতে না পারে। ইতিমধ্যে রেঞ্জের আওতাধীন সকল স্টেশন ও টহল ফঁড়িতে কর্মরত বন কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। ঈদকে সামনে রেখে কোন চোরাকারবারিরা তাদের অনৈতিক সুবিধা আদায় করতে না পারে তার জন্য খুলনা রেঞ্জ কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০টায় এই জরুরী সভায় সভাপতিত্ব করেন সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান। এতে উপস্থিত ছিলেন নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ তানজিলুর রহমান, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মনিরুল ইসলাম, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, কালাবগী স্টেশন কর্মকর্তা প্রেমানন্দ মজুমদার, সুতারখালী স্টেশন কর্মকতা আছাদুজ্জামান, নীলকোমল বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এমকেএম আবু সাইদ সহ বিভিন্ন টহল ফঁড়ির দায়িত্বরত কর্মকর্তাবৃন্দ। জানা গেছে, ঈদের আগে এক শ্রেনীর অসাধু চক্র বনের মায়াবী হরিণ সহ বিষ প্রয়োগ করে মাছ শিকার করে থাকে। এ বছর যাতে কোন প্রকার এই সুযোগ ঐ চক্রটি কাজে লাগাতে না পারে তার জন্য বিশেষ টহল কার্যক্রমের মধ্যে দিয়ে সেটিকে প্রতিহত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে খুলনা রেঞ্জের বন বিভাগ। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বন্যপ্রাণীসহ প্রানীকুল-প্রকৃতি রক্ষা ও ইকো-ট্যুরিস্টদের নিরাপত্তা দিতে সর্বোচ্চ সর্তকতা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। এই রেড অ্যালার্ট ঈদের সরকারি ছুটির শেষ দিন পর্যন্ত বহাল থাকবে। সুন্দরবন পশ্চিম বিভাগের (ডিএফও) ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, ঈদে পর্যটন কেন্দ্রগুলোতে ইকো-ট্যুরিস্টদের ভিড় সামাল দিতে পেশাদার চোরা শিকারি ও মৌসুমী শিকারি প্রবেশ এবং বন্যপ্রাণী পাচার রোধে সর্বোচ্চ সর্তকতা জারি করা হয়েছে। এ জন্য বনের সব কর্মকর্তা ও বনরক্ষীদের ঈদের ছুটি সীমিত করা হয়েছে। এ ছাড়া বনের অভ্যন্তরে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button