স্থানীয় সংবাদ
নগরীতে গাঁজা ফেন্সিডিলসহ চার মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর নতুন বাজার ব্যাংক গলির মৃত: আব্দুল হক হাওলাদারের ছেলে মোঃ মনির হোসেন(৪০), মোড়েলগঞ্জ উত্তর সরালিয়ার শহিদ তালুকদারের ছেলে মোঃ তরিকুল ইসলাম(১৯), বাগমারা মেইন রোডের মৃত: আব্দুস সালামের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম(৫৬), টিবি ক্রস রোডের মৃত: হাসান আলী কবিরাজের ছেলে মোঃ শওকত কবিরাজ(৬৫)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৪০০ গ্রাম গাঁজা এবং ২ বোতল ফেন্সিডিল আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।