দৌলতপুর থানাধীন ১, ২, ৩ ও ৪ নং ওয়ার্ডের ঈদবস্ত্র বিতরণে সিটি মেয়র

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। সাওম পালনের মাধ্যমে আমাদের মধ্যে সংযম, ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও দয়াসহ অন্যান্য চারিত্রিক গুণের বিকাশ ঘটে। একই সাথে দৈহিক, মানসিক ও আত্মিক প্রশান্তি অর্জিত হয়। এ কারণে প্রত্যেক মুসলিমদের যথাযথভাবে সাওম পালন করা উচিৎ। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তিনি ছিন্নমূল মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান। সিটি মেয়র রবিবার বিকেলে নগরীর দৌলতপুর থানাধীন ১, ২, ৩ ও ৪ নং ওয়ার্ডের স্বল্প আয়ের পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে কেসিসি’র পক্ষ থেকে এ ঈদবস্ত্র বিতরণ করা হয়। খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বেগ লিয়াকত আলী, দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ, খান জাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কেসিসি’র কাউন্সিলর মো: শাহাদাৎ মিনা, এস এম মনিরুজ্জামান মুকুল, মো: আব্দুল সালাম, গোলাম রব্বানী, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ মোড়ল, সাধারণ সম্পাদক মো: ওয়াহিদুজ্জামান, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক হাওলাদারসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।