স্থানীয় সংবাদ

কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড খুলনা’র ঈদ বস্ত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি : কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি) খুলনা আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সিইউসি স্কুলের ছাত্র-ছাত্রিদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরণ ও ইফতার মাহফিল গতকাল বিকাল ৪টায় সংগঠনের নার্গিস মেমোরিয়াল হাসপাতাল সংলগ্ন কার্যালয়ে সংগঠনের সভাপতি জনাব মোঃ শাহীন হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ খুলনার প্যানেল চেয়ারম্যান-১ জনাব চৌধুরী মোঃ রায়হান ফরিদ, সম্মানিত অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ কাজী আরিফ উদ্দীন আহম্মেদ, প্রধান উপদেষ্টা, সিউইসি, সিইও নার্গিস মেমোরিয়াল হসপিটাল প্রা: লিঃ খুলনা, ইফতেখার বাবু, সভাপতি নাসিব ও উপদেষ্টা সিইউসি, খুলনা, মোঃ কামাল হোসেন খান, পিপিএম, ভারপ্রাপ্ত কর্মকর্তা, সদর থানা কেএমপি খুলনা, মোঃ আল আমিন রাকিব, প্রশাসনিক কর্মকর্তা, শিশু হাসপাতাল, খুলনা, সুকান্ত দাস, এস আই, সদর থানা কেএমপি খুলনা, সরদার আবু তাহের, সাধারণ সম্পাদক, আমরা বৃহত্তর খুলনাবাসী, মীর মোঃ কবির হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক, রৌদ্রছায়া ফাউন্ডেশন, খুলনা, আঃ রশিদ, সুন্দরবন এডুকেশন সোসাইটি, সুরুজ, খুলনা ব্লাড লাভার, সাব্বির, খুলনা ব্লাড লাভার, সোহান ইর্স্টান ব্যাংক, কেডিএস শাখা খুলনা। এছাড়া সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button