খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

খবর বিজ্ঞপ্তি : খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে গতকাল খুলনা প্রেসক্লাবে হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে বক্তব্য রাখেন খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক মোহাম্মদ নেয়ামুল হোসেন কচি অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব মোহাম্মদ আবু সাঈদ। এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল বাশার, মোল্লার শাহজালাল হোসেন মিলন, হাসান আল মামুন, আরাফাত হোসেন অনিক, আরিফ বিল্লাহ, শেখ জালাল হোসেন, মোঃ শাকিলসহ আরো অনেকে। ইফতার মাহফিলে সংগঠনের আহবায়ক ইফতারিতে আসার জন্য সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন সাথে সাথে সকলের উদ্দেশ্যে বলেন আমরা যাতে এক ও অভিন্ন হয়ে থাকতে পারি। যারা কাজের ব্যস্ততার জন্য ইফতারিতে আসেননি তাদের উদ্দেশ্য করে বলেন ঈদের পরে ইনশাআল্লাহ আমরা ঈদ পুনর্মিলনীতে খুলনা টিভি ক্যামেরার স্থায়ী ও অস্থায়ী সকল সদস্যকে নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ। ইফতার মাহফিলের দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন খুলনা প্রেসক্লাব মসজিদের পেশ ইমাম মোহাম্মদ ইউসুফ হাবিব।