নগরজুড়ে চলছে ঈদগাহ্ সাজ সজ্জার প্রস্তুতি

সার্কিট হাউজ ও আলিয়া মাদ্রাসায় ঈদের প্রথম জামাত সকাল ৮টায়, পাড়া-মহল্লায় বইছে ঈদের আনন্দ, চলছে ঈদের কেনাকাটাও
মো. আশিকুর রহমান ঃ মাহে রমাজানুল মুবারকের একে একে প্রথম, দ্বিতীয় দশক শেষে তৃতীয় দশকও প্রায় শেষে পথে। আকাশে বাঁকা চাঁদের আগমন বার্তার মধ্যে দিয়ে দীর্ঘ এক মাস সকল প্রকার গুনাহ্রে কাজ ও পানাহার থেকে বিরত থেকে আল্লাহ তায়ালার নৈকট্য আর গুনাহ্ হতে মুক্তি লাভের আশায় আত্ম সংযমের মাস রমজান বিদায় নেবে। খুশির ঈদ আসন্ন। নতুন পোশাক পড়ে সবাই ঈদগাহ্ েযাবে, প্রতিটি ঘরে ঘরে ফিরনি-পায়েস, মাংস পোলাও, বিরানী রান্না-বান্নার ধুম পড়বে। তাই আসন্ন ঈদকে ঘিরে গোটা নগরী এখন আনন্দের জোয়ারে ভাসছে, একই স্থানীয় পাড়া-মহল্লায়ও বইছে ঈদের আনন্দ। একই সাথে নগরসহ স্থানীয় এলাকায় ঈদের নামায আদায়ের জন্য ঈদগাহ্ সাজ-সজ্জা প্রস্তুতির কাজও চলমান রয়েছে। একই সাথে পরিবার-পরিজন নিয়ে নগরীর আধুনিক বিপনী গুলোতেও চলঠে কেনাকাটার মহড়া।
নগরীর গুরুত্বপূর্ন ঈদগাহ্ সহ স্থানীয় অঞ্চলের পাড়া-মহল্লার ঈদগাহ্, মসজিদ গুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঈদগাহ বা মসজিদ সাজ-সজ্জার কাজে এখন চরম ব্যস্ত সময় পার করছে। খোলা ময়দানে গ্রীষ্মের প্রখর রোদ হতে মুক্তি পেতে চলছে প্যান্ডেল তৈরীর কাজ, সাথে দৃষ্টি নর্দন আকর্ষনীয় গেট স্থাপন সহ আলোকসজ্জার কাজের প্রস্তুতি। ইতিমধ্যে খুলনা জেলা প্রশাসন সভা কক্ষে, খুলনার প্রধান ও প্রথম ঈদ-উল-ফিতরের জামাত সার্কিট হাউজ ময়দানে সকাল ৮টায় এবং আবহাওয়া প্রতিকূল থাকলে প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার সময় নির্ধারন করা হয়েছে। এছাড়া সকাল সাড়ে ৮টায় খুলনা আলিয়া মাদ্রাসার মডেল মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। খুলনা প্রধান জামাত বাস্তবায়নে সার্কিট হাউজ ময়দানে ঈদ্গাহ প্রস্তুতির কাজ চলমান রয়েছে। একই সাথে নগরীর ডাকবাংলা, শিববাড়ি, সোনাডাঙ্গা, নিরালা, জিরোপয়েন্ট, রুপসা, বানিয়াখামার, সাচিবুনিয়া, জোড়াগেট, বয়রা, বৈকালি, বাস্তহারা, আলমনগর, খালিশপুর, নতুনরাস্তা, পাবলা, দৌলতপুর, দেয়ানা, আড়ংঘাটা, গাইকুড়, ইস্পাহী কোলনী, মধ্যডাঙ্গা, পালপাড়া, রেলিগেট, মানিকতলা, কালিবাড়ী, রানার মাঠ, তেলিগাতি, ফুলবাড়ীগেট, কুয়েট, শিরোমনি, আটরা, গিলাতলা, ডাক্তারবাড়ী, আলিম গেট, দামোদর, ফুলতলা সহ স্থানীয় এলাকার ঈদগাহ্ সহ মসজিদ গুলোতে সমানে চলছে সাজ সজ্জার প্রস্ততির কাজ।
কেসিসি’র বিদ্যুৎ শাখার সহকারি প্রকৌশলী জানান, কেসিসির সংশ্লিষ্ট বিভাগ খুলনার প্রধান ঈদের জামাতের ঈদগাহ্ ময়দান সার্কিট হাউজ সহ টাউন জামে মসজিদ, খালিশপুর কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে, ইসলামাবাদ কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে প্রয়োজনের তুলনায় সাউন্ড সিস্টেম (মাইক সরবরাহ) থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত সকল প্রস্তুতিই সম্পন্ন করবে সংশ্লিষ্ট বিভাগ। কেসিসি’র নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মো. আব্দুল আজিজ জানান, ঈদগাহ্ প্রস্তুতির জন্য যান্ত্রিক বিভাগ হতে ময়দান সমান করার জন্য ব্যবস্থা গ্রহন করা হয়েছে। নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট বিভাগ ওই কাজ সম্পন্ন করার জন্য সহয়তা করবে।
কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান জানান, কেসিসির পক্ষ হতে খুলনার প্রধান ঈদের জামাতের ঈদগাহ্ ময়দান সার্কিট হাউজ মাঠের সার্বিক সাজ সজ্জার প্রস্তুতিসহ টাউন জামে মসজিদ, খালিশপুর কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দান, ইসলামাবাদ কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দায়, খানজাহান আলী সেতুর নিচে (রুপসা ব্রীজ), টুটপাড়া মসজিদ মিশন ঈদগাহ্, খুলনা আলিয়া মাদ্রাসা, কেসিসি’র ৫নং ওয়ার্ডসহ ৩১নং ওয়ার্ডের হাজী মালেক ঈদগাহ ময়দানে প্রস্ততির কার্যক্রম চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্ধািরত সকল প্রস্তুতিই সম্পন্ন করবে সংশ্লিষ্ট বিভাগ। খুলনা জেলা প্রশাসন খন্দকার ইয়াসির আরেফীন , খুলনার প্রধান ও প্রথম জামাত সার্কিট হাউজ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল সাড়ে ৮টায় খুলনা আলিয়া মাদ্রাসার মডেল মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক পৃথক সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। অন্যান্য মসজিদ ও ঈদগাহ্সমূহে পরিচালনা কমিটি জামাতের সময় নির্ধারন করবে। ঈদের দিন সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি স্বায়ত্তশাসিত ভবনে যথাযথ সঠিক রঙ ও মাপের জাতীয় পতাকা উত্তোলন করা, সূর্যাস্তের পূর্বে নামানো, নগরীর প্রধান প্রধান সড়কসমূহ ও গুরুত্বপূর্ন চত্ত্বর সড়কদ্বীপ ও সার্কিট হাউজ ময়দান জাতীয় পতাকা ও ঈদ মোবারক (বাংলা ও আরবি) খচিত ব্যানার দিয়ে সজ্জিত করা হবে। বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, ভবঘুরে কল্যান কেন্দ্র ও দুস্থ কল্যান কেন্দ্রে ঈদ উপলক্ষ্য বিশেষ খাবার পরিবেশন করা হবে। ঈদের দিন বাদ মাগরিব শহীদ হাদিস পার্কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জীবনীর উপর চিত্র প্রদর্শনী করা হবে। হাতে গোনা গোনা দু’দিন পরেই পবিত্র ঈদুল ফিতর, ঈদ যেন দুয়ারে। এক মাস সিয়াম সাধনার পর পরিবারের সকলে মিলে মিশে নতুন পোশাকে ঈদের বাড়তি আনন্দটুকু ভাগাভাগি করে নিতে তাই ব্যস্ততম নগরী খুলনার প্রাণকেন্দ্রে গড়ে ওঠা সব আধুনিক বিপনীবিতান, শপিংমল, মার্কেটসহ ভ্রাম্যমান দোকানগুলো এখন চলছে কেনাকাটা মহোৎসব। খুলনার বিপনীবিতান, শপিংমল, মার্কেট গুলো এখন শিশু, নারী-পুরুষ, তরুন-তরুনী, আবাদ-বৃদ্ধা সব বয়সী মানুষের আনাগোনায় মুখরিত ।
চাকুরীজীবি মোঃ আকতারুজ্জামান খান জানান, প্রথম মহান আল্লাহ তালার শুকরিয়া আদায় করছি, যে তিনি সুষ্টভাবে তার ফরজ হুকুম মাহে রমজানের রোজা রাখার তৌফিক দান করেছেন। আল্লাহ তায়াল যেন এই রহমতের মাসে আমাদের গুনাহ মাফ করে দেন। একমাস রোজা রাখার পর নতুন পোশাকে ঈদগাহ্ েগিয়ে ঈদের নামায় আদায় করা সত্যই সৌভগ্যের ও আনন্দের। ঈদ নামাজ আদায় করে পরিবারের ভাইদের সাথে কোলাকুলি করি। কারন বাবা বেচে নেই। সকলে নামাজ আদায় করে বাবার কবর জিয়ারত করতে যায়। দুপুরে সকলে এক সাতে বসে খাওয়া-দাওয়া করি এটা খুবই আনন্দের। তাসনিমুর রহমান আরিক জানান, বাবা ঈদে নতুন জামা, প্যান্ট, পাঞ্জাবী, জুতা কিনে দিয়েছে। নতুন কাপড় পড়ে ঈদগাহ্ ে নামাজ পড়তে যাবো। নামাজ শেষে দাদার কবর জিয়ারত করবো। বন্ধুদের সাথে আড্ডা দিবো। পটকা ফোটাবো। কত যে মজা হবে।