স্থানীয় সংবাদ

ফুলতলা ও তেরখাদার নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে

উপজেলা নির্বাচন দ্বিতীয় ধাপে দিঘলিয়া
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ এপ্রিল

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ দ্বিতীয় ধাপে দেশের ১৬১টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশনার। ঘোষিত তফসিল অনুযায়ী খুলনার দিঘলিয়া, ফুলতলা এবং তেরখাদা উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২১ মে মঙ্গলবার এবং প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেখ তারিখ ২১ এপ্রিল রবিবার।
গত ১ এপ্রিল প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের বৈঠকে নির্বাচনী এ তফসিল চুডান্ত করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে খুলনার দিঘলিয়া, ফুলতলা এবং তেরখাদা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২১ এপ্রিল রবিবার, মনোনয়ন পত্র যাচাই বাছাই হবে আগামী ২৩ এপ্রিল মঙ্গলবার, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ আগামী ৩০ এপ্রিল মঙ্গলবার এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ মে’ মঙ্গলবার। উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে পড়েছে। চেয়ারম্যান এবং সদস্য প্রার্থীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করছে গণসংযোগ।
উল্লেখ্য প্রথম ধাপে দেশের ১৫২টি উপজেলা পরিষদের নির্বাচন আগামী ৮’ মে অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button